চীনের জাতীয় বন ব্যুরোর তথ্য বিভাগের মুখপাত্র ছাও ছিংরাও ২৪ অক্টোবর পেইচিংয়ে বলেছেন , এ পর্যন্ত চীনে বার্ডফ্লু রোগে আক্রান্ত হওয়া বন্য পাখি সনাক্ত হয়নি ।
তিনি বলেছেন , সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত সময়কাল পরিযায়ী পাখিদের স্থানান্তরিত হওয়ার প্রধান সময়কাল । চীনের আশেপাশে দেশগুলোতে পরপর বার্ডফ্লু রোগ সনাক্ত হয়েছে বলে পরিযায়ী পাখির স্থানান্তরে বার্ডফ্লুর বিস্তারের আশংকা বেড়েছে । এর উপর চীনের জাতীয় বন ব্যুরো অত্যন্ত গুরুত্ব দেয় এবং এ বছরের প্রথম দিকে প্রতিষ্ঠিত বন্য প্রাণীর সংক্রামক রোগ পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান ব্যবস্থার মাধ্যমে দেশের ভেতরের বন্য পাখির অবস্থা তত্ত্বাবধান করছে ।তবে এপর্যন্ত বার্ডফ্লু রোগে আক্রান্ত হওয়া বন্য পাখি সনাক্ত হয়নি ।
|