চীনা গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান চাং খ্যহুই ২৪ অক্টোবরপেইচিংয়ে বলেছেন , তাইওয়ান প্রণালীর দুপারের স্বদেশবাসীদের উচিত দৃঢতার সঙ্গে স্বাধীন তাইওয়ান প্রয়াসের বিরোধিতা করা , স্বাধীন তাইওয়ান প্রয়াস রোধ করা এবং মিলিতভাবে দুপারের আর এশিয়া ও প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা ।
জাপানের উপনিবেশবাদী শাসনের কবল থেকে তাইওয়ানের মুক্তি পাওয়ার ৬০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি বলেছেন , জাপানী আগ্রাসন বিরোধী যুদ্ধে তাইওয়ানী জনগণের চালিত সংগ্রাম গোটা যুদ্ধের বিজয় ও চীনা জাতির মনোবলের উন্নতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ।
তিনি বলেছেন , এখন দুপারের সম্পর্ক নতুন সুযোগের সম্মুখীন । দুপারের স্বদেশবাসীদের উচিত আদানপ্রদান ও মতবিনিময় জোরদার , মিলিতভাবে কষ্টার্জিত পরিস্থিতি রক্ষা করা এবং দুপারের সম্পর্ককে শান্তিপূর্ণ একীকরণ হওয়ার দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করা ।
|