২৪ অক্টোবর পেইচিংয়ে চীনের জাতীয় পরিসংখ্যান অধিদফতরের প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে । চলতি বছরের জানুয়ারী থেকে সেপ্টেম্বর পর্যন্ত চীনের মাঝারি ও বৃহত শিল্পপ্রতিষ্ঠানের উত্পাদন মূল্য পাঁচহাজার বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে এবং তা গতবছরের অনুরূপ সময়ের চেয়ে ১৬.৩ শতাংশ বেড়েছে ।
এই রিপোর্ট থেকে জানা গেছে , চলতি বছরের প্রথম ন' মাসে চীনের ধাতু ঢালাই শিল্প ,প্রক্রিয়াকরণ শিল্প , বস্ত্র শিল্প এবং জুতো আর টুপি তৈরীর কলকারখানার উত্পাদন মূল্য ২০ শতাংশ বেড়েছে ।
গত সেপ্টেম্বর মাসে চীনের মাঝারি ও বৃহত শিল্পপ্রতিষ্ঠানের উত্পাদন মূল্য ৬২৭ বিলিয়ন ইউয়ানে পৌঁছে শতকরা ১৬.৫ ভাগ বেড়েছে ।
|