নাইজেরিয়া সরকার ২৪ অক্টোবর ঘোষণা করেছে যে, ২২ অক্টোবর বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য সে দিন থেকে সারা দেশ তিনদিনের জন্য শোক পালন করবে।
শোক পালনকালে নাইজেরিয়ায় পতাকা অর্ধ নমিত থাকবে এবং বিভিন্ন শোক অনুষ্ঠান করা হবে। নাইজেরিয়ার প্রেসিডেণ্ট ওলুসেগুন ওবাসানজো সকলের উদ্দেশ্যে এ দুর্ঘটনায় নিহত ও তাদের পরিবার-পরিজনের জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন।
স্থানীয় সময় ২২ অক্টোবর রাতে নাইজেরিয়ার একটি ব্যক্তিগত কোম্পানির বোইং ৭৩৭ যাত্রীবাহী বিমান লাগোস আন্তর্জাতিক বিমান বন্দরের ৩০ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। এতে ৬জন ক্রু সহ ১১৭জন যাত্রী মারা গেছেন।
জানা গেছে, এই বিমানের ব্ল্যাক বক্স পাওয়া গেছে। নাইজেরিয়ার সংশ্লিষ্ট বিভাগ দুর্ঘটনার কারণ তদন্ত করছে এবং নিহতদের পরিচয় নিশ্চিত করছে।
|