চিলিন প্রদেশের রাজধানী ছাংছুন শহরে ১৫০০ থেকে ২০০০ জন এতিম শিশুর স্থান সংকুলান হয় এমন একটি আধুনিক অনাথ আশ্রম নির্মাণ করার জন্যে, চীনের চিলিন প্রদেশের সরকার ১৫ কোটি ইউয়ান রেনমিনপি পুঁজি বিনিয়োগ করবে। ২৪ অক্টোবর চিলিন প্রদেশের সরকার এই ঘোষণা দিয়েছে ।
বর্তমানে চিলিন প্রদেশে মোট ৬৬০০ এতিম আছে । এতিমদের জন্যে আরো ভালো জীবনযাত্রা ও লেখাপড়ার পরিস্থিতি সৃষ্টি করা জন্যে চিলিন প্রদেশের সরকার একটি ২ লক্ষ বর্গমিটার আধুনিক অনাথ আশ্রম নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে ,এর সঙ্গে সঙ্গে শহর আর গ্রামের৭ বছর বয়সী থেকে ১৫ বছর বয়সী পর্যন্ত এতিমদের গ্রহণ করা হবে ।
জানা গেছে , এই প্রকল্প আগামী বছরে শুরু হবে ।
|