২৪ অক্টোবর চীনের উপ-প্রধানমন্ত্রী জেং পেইইয়ান পেইচিংয়ে সফররত হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী সমোগয়ী ফেরেনসের সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, চীন সরকার হাঙ্গেরির সঙ্গে সম্পর্ককে খুবই গুরুত্ব দেয় এবং হাঙ্গেরির সঙ্গে অব্যাহতভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করতে ইচ্ছুক ।
সমগয়ী বলেছেন, হাঙ্গেরি চীনের সঙ্গে সম্পর্ককেও খুব গুরুত্ব দেয় , চীনের সঙ্গে পারস্পরিক কল্যাণ আর লাভালাভের সহযোগিতা আরো জোরদার করবে ,যাতে দু'দেশের সম্পর্কের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা যায় । তিনি আরেকবার ঘোষণা করেছেন , হাঙ্গেরি সরকার আগের মত ভবিষ্যতেও এক চীন নীতি সমর্থন করবে ।
চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাওশিং'র আমন্ত্রণে ২৪ অক্টোবর সমোগয়ী পেইচিংয়ে পৌঁছে তাঁর সফর শুরু করেছেন । একইদিনে চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাওশিং তাঁর সঙ্গে বৈঠক করেছেন ।
|