v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-10-24 18:35:39    
২৪ অক্টোবর

cri
    ১৯২৬ সালের ২৪ অক্টোবর সাংহাইএর প্রথম শ্রমিকদের সশস্ত্র অভ্যুত্থান ব্যর্থ হয়।

   ১৯২৬ সালের ২৫ অক্টোবর উত্তরমুখী অভিযানের সঙ্গে সহযোগিতা করার জন্যে সাংহাইএর শ্রমিকদের সশস্ত্র অভ্যুত্থানের আয়োজন করা হয়। কিন্তু এক দিন পর এই সশস্ত্র অভ্যুত্থান ভেংগে দেয়া হয়। ১৯২৬ সালের আগস্ট মাসে চীনের কমিউনিষ্ট পাটির কেন্দ্রীয় কমিটির সামরিক কমিশনের নির্দেশে চীনের সাংহাই কমিউনিস্ট পাটির কমিটির সামরিক কমিশন প্রতিষ্ঠিত হয়। একই বছরের সেপ্টেম্বরে সাংহাই কমিউনিস্ট পাটি কমিটি এই সশস্ত্র অভ্যুত্থান প্রস্তুতি নেয়।

    ১৯৯৬ সালের ২৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অংগরাজ্যে দাঙ্গাহাঙ্গামা ঘটে

    ১৯৯৬ সালের ২৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অংগরাজ্যে সাংঘাতিক হাঙ্গামা ঘটে। এতে ১১জন আহত হয় যার মধ্যে ৭ জন পুলিশ । ২০জন গ্রেফতার হয়।সে দিন সন্ধ্যায় এই হাঙ্গামা দমন করার জন্যে স্থানীয় কতৃর্পক্ষ ৫০০জন পুলিশকে পাঠায়। পরের দিনের ভোরবেলায় পরিস্থিতি ক্রমেই প্রশমিত হয়।

    ১৯৯২ সালের ২৪ অক্টোবর চিয়াং জে মিন জাপানের সম্রাটের সঙ্গে সাক্ষাত করেন

    ১৯৯২ সালের ২৪ অক্টোবর চীনের কমিউনিষ্ট পাটির কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক চিয়াং জে মিন সফররত জাপানের সম্রাটআকিহোটোর সঙ্গে সাক্ষাত করেন। সাক্ষারকারে বিভিন্ন ক্ষেত্রে চীন-জাপান সম্পর্কে যে বিকশিত হয়েছে চিয়াং জে মিন তার পর্যালোচনা করেন। তিনি বলেন, গত দু' দশকের অনুশীলন থেকে প্রতিপন্ন হয়েছে, দু' দেশের বন্ধুত্ব দু' দেশের জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। জাপানের সম্রাট বলেন, জাপান আর চীনের মধ্যে সম্পর্ক জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

   ১৯৮০ সালের ২৪ অক্টোবর ইতালিতে দেশ-কাঁপানো তেল পাচার ঘটনা উদ্ঘাটন করা হয়

    ১৯৮০ সালের ২৪ অক্টোবর ইতালিতে সারা দেশ কাঁপানো তেল পাচার ঘটনা উদ্ঘাটন করা হয়। এই কেলাংকারীর সঙ্গে বেশ কয়েক জন সরকারী কর্মকর্তা জড়িত ছিলেন। সত্তর জনের বেশী লোক গ্রেফতার হয়।

    ১৯৬০ সালের ২৪ অক্টোবর প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়

    ১৯৯০ সালের ২৪ অক্টোবর সোভিয়েত ইউনিয়নের একটি পত্রিকায় ১৯৬০ সালে একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের সত্যতা প্রকাশিত হয়। এই শোচনীয় ঘটনায় সোভিয়েত ইউনিয়নের ক্ষেপণাস্ত্র বাহিনীর সেনাপতি মারা যান। উদক্ষেপন কেন্দ্রে কর্মরত কর্মচারীরা কেউ মৃত্যু থেকে রেহাই পায়নি।

    ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতি সংঘ প্রতিষ্ঠিত হয়

    ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতি সংঘ প্রতিষ্ঠিত হয়। জাতি সংঘের জন্ম বিশ্বের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা।