২৩ অক্টোবর ইরাকের আইনজীবী পরিষদ আহ্বান জানিয়েছে যে, সাদ্দামের পক্ষেরকৌঁসুলী সাদৌন জানাবীকে গুপ্তহত্যার ঘটনা উদঘাটনের আগে , সকল আইনজীবীদের বিশেষ আদালতে কাজ বন্ধ করা উচিত ।
ইরাকের আইনজীবী পরিষদের চেয়ারম্যান খামাল হানদোন আল্লাভী বলেছেন , হত্যাকারীকে গ্রেফতার করলে অন্য আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত হবে এবং তাঁরা তাঁদের দায়িত্ব পালন করতে পারবেন ।
একইদিনে ইরাকের আইনজীবী পরিষদ একটি প্রস্তাবে ২৬ তারিখে জানাবীর গুপ্তহত্যার জন্যে একদিনব্যাপী প্রতিরোধ তত্পরতা চালানোর আহ্বান জানিয়েছে ।
জানাবী হলেন সাদ্দাম ক্ষমতাসীনকালে বিপ্লবী আদালতের দায়িত্বশীল ব্যক্তি এবং বিবাদী--আওয়াদ আহমেদ আল-বান্দারের কৌঁসুলী । ২০ তারিখে তিনি অপহৃত হয়েছেন, ২১ তারিখে প্রাণ হারিয়েছেন ।
|