চীনের জাতীয় পরিবেশ সংরক্ষণ অধিদফতরের উপমহাপরিচালক চান লি চুন ২৪ অক্টোবর পেইচিংয়ে বলেছেন, পরিবেশ সংরক্ষণ খাতে অর্থবরাদ্দ বৃদ্ধি করা এবং দূষণ নিয়ন্ত্রণের নতুন পদ্ধতি প্রয়োগ করায় চীনের শহরগুলোর বায়ু দূষণ অনেকখানি কমেছে ।
শহরের হাওয়ার মান সংক্রান্ত এক আন্তর্জাতি সেমিনারে তিনি এ কথা বলেছেন ।
উপমহাপরিচালক চান লি চুন আরো বলেছেন ,১৯৯৯ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত চীনের যে সব শহরের বায়ুর মান উন্নত তাদের অনুপাত ৩৩ শতাংশ থেকে ৩৯শতাংশে উন্নীত হয়েছে ।শুধু২০ শতাংশ শহরের হাওয়া আশানুরুপ হয় নি।
চীনের দূষণ নিয়ন্ত্রণের পরিকল্পনা প্রসঙ্গে চান লি চুন বলেছেন , শহরের বায়ু দূষন কমানোর জন্য চীন সরকার কারখানা থেকে নি:সৃত সালফার ডাই অক্সাইড এবং গাড়ি থেকে নি:সৃত গ্যাসের পরিমান আরো কমানোর পদক্ষেপ নেবে।
|