২৩ অক্টোবর সন্ধ্যায় আর্জেন্টিনার জাতীয় সংসদের মধ্যবর্তীকালিন নির্বাচন শেষ হয়েছে। প্রেসিডেন্ট নেষ্টর কার্লেস কিরচনেরের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট-- বিজয়-ফ্রন্ট একাধিক প্রদেশে বিজয় লাভ করেছে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যমের খবরে প্রকাশ , সিনেটর প্রার্থী --প্রেসিডেন্ট কিরচনেরের স্ত্রী ক্রিষ্টিনা ফেরানডেস বুয়েনসআইয়ারিজ প্রদেশে প্রাপ্ত ভোটের সংখ্যার দিক থেকে আপাতত এগিয়ে রয়েছেন ।
জানা গেছে , আর্জেন্টিনার জাতীয় সংসদের মধ্যবর্তীকালিন নির্বাচনের চুড়ান্ত ফলাফল ২৪ অক্টোবর প্রকাশিত হবে ।
উল্লেখ করা যেতে পারে যে , আর্জেন্টিনার আইন অনুযায়ী আর্জেন্টিনার সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্যরা প্রদেশে প্রত্যক্ষভাবে নির্বাচিত হন । প্রতিনিধি পরিষদের সদস্যের কার্যমেয়াদ চার বছর । প্রতি দু বছর তাঁদের অর্ধেক নতুন করে নির্বাচিত হন । সিনেটরের কার্যমেয়াদ ছ' বছর , প্রতি দু বছর তাঁদের এক তৃতীয়াংশ নতুন করে নির্বাচিত হন।
|