ব্রিটেনের পরিবেশ,খাদ্যদ্রব্য ও পল্লিগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ২৩ অক্টোবর স্বীকার করেছে যে , ব্রিটেনের আমদানি করা একটি টিয়া-পাখী বার্ড ফ্লু রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। বিশেষজ্ঞরা এই টিয়া-পাখীর মৃতদেহে এইচ- ৫ এন এক ভাইরাস সনাক্ত করেছেন । এই টিয়া-পাখী কেমন করে এই ধরণের ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশেষজ্ঞরা তা নিয়ে আলোচনা করছেন ।
একই দিন প্রকাশিত সুইডেনের কৃষি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সুইডেনের একটি হাঁসের মৃতদেহে এইচ-৫ বার্ড ফ্লুর ভাইরাস সনাক্ত হয়েছে । এশিয়ায় যে এইচ- ৫ এন এক ভাইরাসে আক্রান্ত হয়ে ষাট জনেরও বেশী মানুষ মারা গেছে এইচ-৫ ভাইরাস তা থেকে আলাদা ।
|