লেবাননের সোশালিস্ট প্রগ্রেসিভ পার্টির চেয়ারম্যান ওয়ালিদ জুম্বলাট ২৩ অক্টোবর বলেছেন, তিনি আশা করেন যে, সিরিয়া আন্তর্জাতিক তদন্ত কমিটির সঙ্গে সহযোগিতা করবে, যাতে সাবেক প্রধানমন্ত্রী হারিরি হত্যার ঘটনা তদন্ত করা যায়।
জুম্বলাট একই দিন একটি সংবাদ সম্মেলনে বলেছেন, সিরিয়ার প্রেসিডেণ্ট বাশার আল-আসাদ খুব সহযোগিতা করতেন। মার্কিন সংবাদদাতাকে দেওয়া একটি সাক্ষাত্কারে তিনি বলেছেন, হারিরিকে হত্যা করা সিরিয়া ও লেবাননের জন্য একটি পাপ। তার লক্ষ্য হলো সিরিয়া ও লেবাননের সম্পর্ক নষ্ট করা।
সিরিয়াকে শাস্তি দেওয়ার বিরোধিতা করেন জুম্বলাট। তিনি বলেছেন, হারিরিকে হত্যা করার সঙ্গে জড়িত ব্যক্তিদেরকে শাস্তি দেওয়া উচিত, সিরিয়ার জনগণকে নয়। তিনি আরও বলেছেন, গ্রহণযোগ্য কোনো আন্তর্জাতিক আদালতে সন্দেহভাজনদের বিচার করা দরকার, কিন্তু জাতিসংঘের পরিচালনায় করতে হবে।
|