২১ অক্টোবর বার্ডফ্লুর ভাইরাসে আক্রান্ত হওয়া হাঁসমুর্গী আবিস্কৃত হওয়ার পর ক্রোয়েশিয়া ও বৃটেন ২২ তারিখে তার বিস্তার রোধের জন্যে ব্যবস্থা নিয়েছে ।
জানা গেছে , ক্রোয়েশিয়ার বৈজ্ঞানিকরা ২১ তারিখে পূর্ব ক্রোয়েশিয়ার এক মাছের পুকুরে মৃত্যু হওয়া ৬টি মৃত বুন্য বকের শরিরে এইচ-৫ বার্ডফ্লুর ভাইরাস আবিস্কার করেছেন । ক্রোয়েশিয়ার পুলিশ পুকুরটির আশেপাশে তিন বর্গ কিলোমিটার এলাকা কড়াকড়িভাবে অবরোধেরব্যবস্থা এবং আশেপাশে ২০ বর্গকিলোমিটার এলাকা পর্যবেক্ষণ করার ব্যাস্থা নিয়েছে । তাছাড়া ক্রোয়েশিয়ার সংশ্লিষ্ট বিভাগ ২৩ তারিখ থেকে এ সব এলাকার যাবতীয় হাঁসমুর্গী মেরে ফেলার পরিকল্পনা নিয়েছে ।
বৃটেন ২১ তারিখে মরে যাওয়া এক আমদানী করা তিয়াপাখীর শরিরে এইচ-৫ বার্ডফ্লুর ভাইরাস আবিস্কার করেছে । বার্ডফ্ল্রুর বিস্তাররোধ করার জন্যে ইউরোপীয় ইউনিয়নের চেয়ারম্যান রাষ্ট্র হিসেবে বৃটেন ২২ তারিখে ইউরোপীয় ইউনিয়নের কাছে যে দেশে বার্ডফ্লুর ভাইইরাস আবিস্কার হয়েছে সে দেশ থেকে যে কোনো জ্যান্ত হাঁসমুর্গী আমদানি নিষিদ্ধ করার কঠোর দাবী জানিয়েছে ।
|