লেবানন ও সিরিয়ার সংশ্লিষ্ট বিভাগ ২২ তারিখে আলাদাআলাদাভাবে লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রাফিক আল হারিরির হত্যাকান্ড সম্পর্কে জাতিসংঘের আন্তর্জাতিক তদন্ত কমিটির তদন্ত রিপোর্ট সম্পর্কেনিজের মন্তব্য ব্যক্ত করেছে ।
লেবাননের প্রধানমন্ত্রী ফাউদ সিনিওরা ২২ তারিখ সন্ধ্যায় মন্ত্রীসভার এক বিশেষ অধিবেশনে রিপোর্টটির প্রশংসা করেছেন ।
লেবাননের সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা , হারিরির পুত্র সায়াদ আল হারিরি সৌদি আরবের জিদায় এক টেলিভিশন ভাষনে রিপোর্টটির প্রশংসা করেছেন এবং আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠা করে আততায়ীদের বিচার করার আহবান জানিয়েছেন ।
সিরিয়া তদন্ত কমিটির সঙ্গে পুরোপুরিভাবে সহযোগিতা করে না বলে রিপোর্টটিতে সিরিয়ার বিরুদ্ধে যে নিন্দা করা হয়েছে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রনালয়ের এক বিবৃতিতে তা অস্বীকার করা হয়েছে এবং বলা হয়েছে যে , ঘটনাটির তদন্তসম্পন্ন করার জন্যে সিরিয়া অব্যাহতভাবে তদন্ত কমিটির সঙ্গে সহযোগিতা করবে ।
|