তাইওয়ানের সংবাদ-মাধ্যমের খবরে প্রকাশ , জাপানের উপনিবেশবাদী শাসনের কবল থেকে তাইওয়ানের মুক্তি লাভের ৬০ তম বার্ষিকী উপলক্ষ্যে ২২ অক্টোবর সন্ধ্যায় সিনতাং পার্টির আয়োজিত এক উদযাপনী অনুষ্ঠানে চীনের কুও মিন তাং পার্টির চেয়ারম্যান মা ইং চিউ ভাষণ দেওয়ার সময় বলেছেন , জাপানের ৫০ বছর স্থায়ী উপনিবেশবাদী শাসনে তাইওয়ানবাসীদের জাতীয় চেতনা মিলিয়ো যায় নি। তাইওয়ানবাসীরা কখনো ভুলে যান নি যে তাঁরা চীনা জাতির বংশধর ।
তিনি আরো বলেছেন, জাপান তাওয়ান দখল করার সময় তাইওযানের জনসাধারণের অভূতপূর্ব প্রতিরোধের সম্মুখীন হয়েছিল । তাইওযানের জনসাধারণ চীনের বিপ্লবের জন্য অক্লান্ত প্রচেষ্টা চালিয়েছিলেন ।
উল্লেখ করা যেতে পারে যে , ১৮৯৫ সাল চীন-জাপান যুদ্ধের অবসানের পর জাপান তাইওযান দখল করে। ১৯৪৫ সালে তাইওযান আবার মাতৃভূমির কোলে ফিরে আসে ।
|