চীনের যৌনব্যাধি ও এইডস প্রতিরোধ সমিতির পরিচালক তাই চিছিয়াং ২২ অক্টোবর বলেছেন , এইডস প্রতিরোধে ইতিবাচক ও কার্যকর ব্যবস্থা নিলে এবং যথেষ্ট অর্থবরাদ্দ নিশ্চিত করলে ২০১০ সালে চীনের এইডস ভাইরাসবহনকারীদের সংখ্যাকে ১৫ লক্ষে সীমিত রাখা সম্ভব হবে ।
ছুংছিং শহরে আয়োজিত " চীনের প্রথম যৌনব্যাধি চিকিত্সা আন্তর্জাতিক ফোরামে" তাই চিছিয়াং বলেছেন , চীন সরকার এইডস প্রতিরোধের কাজকে অত্যন্ত গুরুত্ব দেয় । সাম্প্রতিক বছরগুলোতে এইডস প্রতিরোধে কেন্দ্রীয় সরকার আর স্থানীয় সরকার কয়েকড বিলিয়ন রেনমিনপি বরাদ্দ করেছে ।
১৯৮৫ সালে চীনে প্রথম এইডসরোগী আবিস্কৃত হওয়ার পর এখন চীনে এইডস ভাইরাসবহনকারী সংখ্যা ৮ লক্ষ ৪০ হাজারে আর এইডসরোগী সংখ্যা ৮ লক্ষে দাঁড়িয়েছে বলে অনুমান করা যাচ্ছে । এইডস রোগ ছড়িয়ে পড়ার প্রবণতাবেড়ে যাচ্ছে ।
|