২২ অক্টোবর জনশক্তি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে , গত বিশ বছরে চীনের পোস্ট ডক্টোরের সংখ্যা তিরিশ হাজার ছাড়িয়ে গেছে ।তাঁদের অধিকাংশই চীনের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান , গবেষণাগার ও শিল্পপ্রতিষ্ঠানের বৈজ্ঞানিক গবেষণার প্রধান শক্তি বা বিশেষ বিশেষ বিষয়ের গবেষণার অগ্রণী ।
উল্লেখ করা যেতে পারে যে, ১৯৮৫ সাল থেকে চীনে পোস্ট ডক্টোর গড়ে তোলার ব্যবস্থা চালু হয় । শিক্ষা, গবেষণা ও উত্পাদনের সমন্বয় সাধনের জন্য বহু সংখ্যক তরুন ডক্টোর উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান , গবেষণাগার ও শিল্পপ্রতিষ্ঠানে গবেষণা করতে গেছেন । সারা চীন দেশে প্রায় ২৩০০টি পোষ্ট- ডক্টোরেল গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে ।
|