ইস্রাইলের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ২২ অক্টোবর বলেছেন, ফিলিস্তিনের জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান মাহমুদ আব্বাস গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরকালে ইস্রাইল ও ফিলিস্তিনের মধ্যে ফিলিস্তিনের চুড়ান্ত অবস্থান সম্পর্কিত সমস্যাগুল নিয়ে গোপন আলোচনা আয়োজনের যে প্রস্তাবকে উত্থাপন করেছেন ইস্রাইল তা প্রত্যাখ্যান করেছে।
ইস্রাইলের হারেদজ পত্রিকা এই কর্মকর্তার কথার উদ্ধৃতি দিয়ে বলেছে, আব্বাস সশস্ত্র ব্যক্তিদের দমন ইত্যাদি সমস্যা এড়িয়ে যে ফিলিস্তিনের চুড়ান্ত অবস্থান সম্পর্কিত সমস্যা সরাসরি আলোচনা করার প্রচেষ্টা করছেন। ইস্রাইলের তা গ্রহণ করতে পারে না। এই কর্মকর্তা আরো বলেছেন, মার্কিন পক্ষ মনে করে, ফিলিস্তিন-ইস্রাইল শান্তির প্রক্রিয়ায় গোপন আলোচনা সফল হবে না বলে আব্বাসের উপরোক্ত প্রস্তাব সমর্থন করে নি।
|