এশিয়া জনগণের আগ্রাসন বিরোধী যুদ্ধের ৬০তম বাষির্কীউপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ গ্রহণ করতে আসা ঐতিহাসিকবিদরা ২২ অক্টোবর পেইচিংয়ে আহবান জানিয়েছেন যে , বর্তমান বিশ্বে এশীয় জনগণকে ইতিহাসের অভিজ্ঞতা মনে রেখে বিশ্বশান্তি রক্ষা করা এবং অভিন্ন উন্নয়নের জন্যে প্রয়াস নিতে হবে ।
চীনের সমাজ বিজ্ঞানএকাডেমীর উদ্যোগেআয়োজিত আলোচনা সভাটিতে চীন , দক্ষিন কোরিয়া , থাইল্যান্ড , ভিয়েতনাম , সিঙ্গাপুর প্রভৃতি দেশের জাপান আগ্রাসন বিরোধী যুদ্ধেঅংশগ্রহকারী দেশের পঞ্চাশাধিক বিশেষজ্ঞ ও পন্ডিত উপস্থিত ছিলেন । তারা সাম্প্রতিক যুগে এশীয় দেশগুলোর উপর জাপানের আগ্রাসন এবং এশীয় জনগণের অভিন্ন ঐতিহাসিক জ্ঞান গড়ে তোলা প্রভৃতি সমস্যা নিয়ে আলোচনা করেছেন ।
বিশেষজ্ঞরা বলেছেন যে , এশীয় জনগণকে অব্যাহতভাবে ফ্যাসিবাদী আক্রমণ বিরোধী যুদ্ধে গড়ে তোলা সংহতি ও মৈত্রী বজায় রাখতে হবে এবং এশিয়ার শান্তিপূর্ণ উন্নয়নের নতুন কাঠামো গড়ে তোলার জন্যে প্রচেষ্টা চালাতে হবে ।
|