রোমানিয়া ,তুর্কি প্রভৃতি দেশে বার্ড ফ্লু রোগের প্রাদুর্ভাবের পর ২১ অক্টোবর ব্রিটেন ও ক্রোয়াটিয়ায়ও প্রথম বার্ড ফ্লু রোগের খবর পাওয়া গেছে ।
খবরে প্রকাশ , ক্রোয়াটিয়া ও রোমানিয়ার সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তার জানিয়েছেন , তাঁদের দেশের পাখি বার্ড ফ্লু রোগে আক্রান্ত হয়ে মারা গেছে । ব্রিটেনের আমদানি করা একটি টিয়া পাখি বার্ড ফ্লু রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।
ইউ-উ ক্রোয়াটিয়া থেকে হাঁসি-মোরগি আমদানি না করার কথা বিবেচনা করছে এবং রাশিয়ার ইউরোপীয় ভূভাগ থেকে পালক-জাত দ্রব্য আমদানি নিষেধ করার সিদ্ধান্ত নিয়েছে ।
সুইজাল্যান্ড ও লিথুয়োনিয়ার সংশ্লিষ্ট বিভাগও বার্ড ফ্লু রোগ প্রতিরোধের ব্যবস্থা নিয়েছে ।
|