ভারতের সেনাবাহিনীর চিফ অব স্টাফ জজিন্দার জসওয়ান্ট ২১ অক্টোবর নয়াদিল্লিতে বলেছেন, ভারত তার নিয়ন্ত্রিত কাশ্মিরে মোতায়েন সৈন্যের সংখ্যা কমাবে না।
দু'দিনব্যাপী ভারতের উচ্চ কমান্ডারদের যৌথ সম্মেলন শেষে একটি সংবাদ সম্মেলনে জজিন্দার জাসওয়ান্ট এই কথা বলেছেন। তিনি বলেছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মির ও উত্তর-পূর্বাঞ্চলে ভারতীয় সৈন্য বাহিনীর সন্ত্রাস দমনের অভিযানে লক্ষণীয় সাফল্য অর্জিত হয়েছে। তিনি আরও বলেছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পরিস্থিতি ভালো হলে এবং এই কেন্দ্রীয় পুলিশ স্থানীয় সমস্যা মোকাবিলা করতে পারে বলে ভারত সরকার মনে করলে ভারতীয় বাহিনী জাতীয় নিরাপত্তা রক্ষার প্রধান ভূমিকা পালন করবে।
গত বছর থেকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মির থেকে ভারত এক হাজারেরও বেশি সৈন্য প্রত্যাহার করেছে।
|