চীন ও নিরক্ষীয় গিনি ২১ অক্টোবর পেইচিংয়ে একটি যুক্ত ইস্তাহার প্রকাশ করেছে।
এই ইস্তাহারে বলা হয়েছে যে, দেশের সার্বভৌমত্ব ও রাষ্ট্রের বিভক্তির বিরোধিতা দু'দেশের কেন্দ্রীয় স্বার্থের সঙ্গে জড়িত। দু'পক্ষ এই গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সমর্থন করবে। নিরক্ষীয় গিনি আবার ঘোষণা করেছে যে, সারা পৃথিবীতে একচীন আছে। তাইওয়ান চীনের একটি অবিচ্ছেদ্য অংশ। চীন পক্ষ পুনরায় উল্লেখ্য করেছে যে, দেশের নিরাপত্তা রক্ষা ও জাতীয় ঐক্য জোরদারের ব্যাপারে নিরক্ষীয়গিনি যে প্রচেষ্টা চালিয়েছে, চীন তাকে সমর্থন করে থাকবে।
এই ইস্তাহারে আরও বলা হয়েছে যে, চীন অব্যাহতভাবে নিরক্ষীয় গিনিকে যথাসাধ্য সাহায্য দেবে। দু'পক্ষ প্রধানত অবকাঠামোর নির্মাণ, শক্তি সম্পদের উন্নয়ন এবং কৃষি ও মত্স্য ইত্যাদি ক্ষেত্রে পারস্পরিক উপকারের সহযোগিতা চালাবে।
নিরক্ষীয় গিনির প্রেসিডেণ্ট টেওতোরো অবিয়াং নগুমা ম্বাসোগো ১৯ থেকে ২৪ অক্টোবর চীন সফর করেন।
|