|
|
(GMT+08:00)
2005-10-21 20:30:05
|
ভারত আর যুক্তরাষ্ট্রের মধ্যে বেসামরিক পরমাণু প্রযুক্তি সহযোগিতা নিয়ে বৈঠক
cri
২১ অক্টোবর নয়া দিল্লিতে ভারত সফররত মার্কিন উপ পররাষ্ট্র মন্ত্রী নিকোলাস বার্নস এবং ভারতের পররাষ্ট্র সচিব শ্যাম সারনের মধ্যে দু'দেশের মধ্যে স্বাক্ষরিত বে-সামরিক পরমাণু প্রযুক্তি সহযোগিতা চুক্তির বাস্তবায়নের সময়সূচি নিয়ে আলোচনা হয়েছে। এর আগে নিকোলাসবার্নস বলেছেন, আগামী বছর প্রেসিডেন্ট বুশ ভারত সফর করার সময় যাতে দু'দেশ আনুষ্ঠানিকভাবে এই চুক্তি কার্যকরী করার কথা ঘোষণা করতে পারে সেই জন্যে ভারত বে-সামরিক আর সামরিক পরমাণু ব্যবস্থা বিভক্ত করার পরিকল্পনা প্রণয়ন করবে। তিনি আরও বলেছেন, বে-সামরিক প্রযুক্তিতে দু'দেশের সহযোগিতা অদ্বিতীয়। যুক্তরাষ্ট্র অন্য কোনো দেশকে এই সাহায্য দেবে না।
|
|
|