চীন-মার্কিন সৈন্যবাহিনীর মধ্যে আদান-প্রদান
cri
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বৈদেশিক বিষয়ক কার্যলয়ের মহা পরিচালক জেন প্যাং তং ২০ অক্টোবর পেইচিংএ বলেছেন, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী রামসফেল্ড চীন সফরকালে বলেছেন, অস্ত্র আর সামরিক সরঞ্জাম বিকশিত আর উন্নত করার ব্যাপারে চীনের সৈন্যবাহিনী যে আধুনিকীকরণ চালাচ্ছে তা স্বাভাবিক। তিনি বলেছেন, দু'দেশের সৈন্যবাহিনী পক্ষের নেতারা এক মত হয়েছে যে, দুই সৈন্যবাহিনীর উচিত, অমিল বাদ দিয়ে মিল অনুসন্ধান করে একাডিমিক শিক্ষা, সফর বিনিময় , রণতরীর পারস্পরিক সফর ইত্যাদি পদ্ধতির মাধ্যমে দু'দেশের সৈন্যবাহিনীর স্থিতিশীল বিকাশ এগিয়ে নিয়ে যাওয়া। জেন প্যাংতং ব্যাখ্যা করে বলেছেন, মত বিনিময়ের মাধ্যমে দু'পক্ষের মধ্যে অনেক মিল অর্জিত হয়েছে। রামসফেল্ডও বলেছেন, তাঁর এবারকার চীন সফর গঠনমূলক এবং ফলপ্রসু।
|
|