জাতিসংঘের শিক্ষা , বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা-- ইউনেস্কোর ৩৩তম সম্মেলনে বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে সংস্কৃতির রকমারিতা রক্ষা ও প্রসার সম্পর্কিত চুক্তি গৃহীত হয়েছে ।
জানা গেছে , পৃথিবীর ১৫৪টি দেশ ভোটদানে অংশ নিয়েছে । এদের মধ্যে ১৪৮টি দেশ চুক্তির পক্ষে ও দুটি দেশ বিপক্ষে ভোট দিয়েছে , চারটি দেশ ভোটদানে বিরত ছিল । এই চুক্তি হলো ইউনেস্কোর সম্মেলনে গৃহীত প্রথম মানবজাতির সংস্কৃতির রকমারিতা সম্পর্কিত চুক্তি । এই চুক্তিতে ভূমিকা ছাড়া সাতটি অংশে মোট ৩৫টি ধারা আছে ।
|