২১ অক্টোবরচীনের সি আন শহরে অনুষ্ঠানরত আন্তর্জাতিক পুরানিদর্শন পরিষদের ১৫তম অধিবেশনে ' সি আন ' ঘোষনা গৃহীত হয়েছে । এই ঘোষনায় স্পষ্টভাষায় প্রাচীন স্থাপত্যকর্ম , প্রাচীন পুরানিদর্শন আর পুরানিদর্শনের আশেপাশের পরিবেশ রক্ষার কথা উল্লেখ করা হয়েছে ।
' সি আন ঘোষণার ' পাঁচটি নীতি ও প্রস্তাবের মধ্যে আছে পুরানির্দশনের আশেপাশের পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা স্বীকার করা , পরিকল্পনা অনুসারে পুরানিদর্শনের পরিবেশ রক্ষা আর পুরানির্দশনের চার পাশের পরিবেশ সংরক্ষণকে গুরুত্ব দেয়া ইত্যাদি ।
' সি আন ঘোষনায় ' বিভিন্ন দেশের সাংস্কৃতিক উত্তরাধিকার সম্পদ রক্ষার অভিজ্ঞতা বর্ণনা করা হয়েছে , এই ঘোষণায় অর্থনীতির দ্রুত বিকাশের পরিপ্রক্ষিতে সাংস্কৃতিক উত্তরাধিকার সম্পদ সংরক্ষণের পথ দেখানো হয়েছে ।
|