অস্ট্রিয়ার তথ্য মাধ্যম ২০ অক্টোবর ভিয়েতনামের কূটনৈতিক কর্মকর্তার কথা উদ্ধৃত করে বলেছে , ইরান সরকার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাতে তার পরমাণু পরিকল্পনার গুরুত্বপূর্ণ দলিল দেবে এবং এই সংস্থার এ পরিকল্পনার সঙ্গে পরিচিত একজন কর্মকর্তাকে সংশ্লিষ্ট সমস্যা তদন্ত করতে অনুমোদন দিয়েছে ।
জানা গেছে , গত সপ্তাহে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার উপ মহা পরিচালক ওলি পেকা হেইনোনেন ইরান সফরকালে ইরান সরকারের সঙ্গে পরামর্শের পর ইরান এই সিদ্ধান্ত নিয়েছে । এই সংস্থা আশা করে ইরান এ পরমাণু দলিল ৮০ দশকে ইরানের কালো বাজার ইউরেনিয়াম ঘনিভূতকরণের সেনট্রিফিউজ কেনা এবং এখন এই সব সেনট্রিফিউজ কোথায় আছে তা প্রমাণ করবে ।
|