v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-10-21 17:35:31    
২৩ অক্টোবর

cri
** ১৯৭০ সালের ২৩ অক্টোবর চীনের বিখ্যাত সংবাদদাতা ফান ছাং চিয়াং মৃত্যু

 ফান ছাং চিয়াং চীনের আধুনিক যুগে বিখ্যাত সংবাদদাতা। তিনি চীনের সংবাদ গোষ্ঠী, বার্তা সংস্থা, পত্রিকা এবং তথ্য বিদ্যালয়ের নেতৃত্ব কাজ করতেন। তিনি চীনের সংবাদ ব্রতের জন্য বহু প্রতিভাবান কর্মী তৈরি করেছেন। নয়া চীন প্রতিষ্ঠার প্রথম দিকে তিনি সিনহুয়া বার্তা সংস্থার ডেপুটি সাধারণ সম্পাদক , "পিপলস ডেইলি" পত্রিকার মহাপরিচালক, সংবাদ প্রকাশ সাধারণ ব্যুরোর ডেপুটি মহাপরিচালক প্রভৃতি পদে ছিলেন। তিনি হলেন নয়া চীনের সংবাদ ব্রতের প্রতিষ্ঠাতার অন্যতম।

 ১৯৭০ সালের ২৩ অক্টোবর, ফান ছাং চিয়াং "চার কু চক্রী " এর নির্যাতনে মারা যান। ১৯৮৮ সালে চীনের সংবাদদাতা সমিতি শ্রেষ্ঠ সংবাদদাতাকে প্রশংসা করা এবং সংবাদ ব্রত উন্নয়নের জন্য ফান ছাং চিয়াং সংবাদ পুরস্কার তহবিল স্থাপনের সিদ্ধান্ত নেয়।

** ১৯৯৩ সালের ২৩ অক্টোবর ইয়াং ফু সেতু চালু

 ১৯৯৩ সালের ২৩ অক্টোবর সকাল ১০টায় ইয়াং ফু সেতু সাফল্যের সঙ্গে নির্মিত এবং চালু হয়েছে। ইয়াং ফু সেতু হচ্ছে তখনকার পৃথিবীতে তারে ঝুলানো সবচেয়ে বড় সেতু। ইয়াং ফু সেতুর নির্মাণ শাংহাইয়ের সেতু নির্মাণ ইতিহাসে নতুন বিস্ময় সৃষ্টি করেছে। ইয়াং ফু সেতুর নির্মাণ দেশ-বিদেশের দৃষ্টি আর্কষণ করেছে, বিশেষ করে আন্তর্জাতিক সেতু বিশেষজ্ঞদের উচ্চ প্রশংসা পেয়েছে।

** ১৯৪০ সালের ২৩ অক্টোবর "ফুটবলের রাজা " পেলির জন্ম

 ১৯৪০ সালের ২৩ অক্টোবর ব্রাজিলের টিয়াস-কোরাকোস রাজ্যের একটি ছোট নগরে জন্মগ্রহণ করা "ফুটবলের রাজা" পেলির সুনাম ক্রিড়া জগত এবং স্বদেশের বাইরে ছড়িয়ে পড়েছে। ব্রাজিলের নাগরিকদের কাছে ব্রাজিলের প্রত্যেক প্রেসিডেন্টের নাম হয়তো মনে থাকে না, তবে পেলিকে জানে না এমন লোক নেই।

 ১৯৮১ সালে সারা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৩০টি ক্রিড়া পত্রিকার নির্বাচিত বিংশ শতাব্দীর সবচেয়ে শ্রেষ্ঠ খেলোয়াড়দের মধ্যে ব্রাজিলের খেলোয়াড় "ফুটবলের রাজা" পেলি প্রথম স্থান অধিকার করে। বিশ্ব ফুটবল ইতিহাসে আজ পর্যন্ত কেবল ব্রাজিল দল তিন বার বিশ্ব কাপ চ্যাম্পিয়ন হয়েছে, এবং চিরকালের জন্য "সোনার দেবী কাপ" অধিকার করেছে। পেলি প্রত্যেক বার ব্রাজিল দলের জন্য অদ্বিতীয় সাফল্য অর্জন করেন। তিনি হচ্ছেন পৃথিবীতে একমাত্র তিন বার এই স্বর্ণপদক অর্জনকারী খেলোয়াড়। তিনি ১৩৬৪টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, মোট ১২৮২টি গোর করেছেন। এই রেকর্ড ফুটবল ইতিহাসে অদ্বিতীয়।

** ১৯৯১ সালের ২৩ অক্টোবর কাম্পুচিয়া শান্তি চুক্তির স্বাক্ষর

 ১৯৯১ সালের ২৩ অক্টোবর কাম্পুচিয়া সমস্যা সংক্রান্ত প্যারিস আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণকারী ১৮টি দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং কাম্পুচিয়ার জাতীয় সর্বোচ্চ কমিটির ১২ জন সদস্য পৃথক পৃথকভাবে "কাম্পুচিয়ার সংঘর্ষ সার্বিকভাবে রাজনৈতিক উপায়ে সমাধানের চুক্তি", "কাম্পুচিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা, ভূভাগের অখন্ডতা এবং অনতিক্রম্যতা , নিরপেক্ষ এবং দেশের ঐক্য সংক্রান্ত চুক্তি", "কাম্পুচিয়ার পুনরুদ্ধার এবং পুনর্গঠন ঘোষণা" এবং "চূড়ান্ত দলিলে" স্বাক্ষর করেন। এই চারটি দলিলকে কাম্পুচিয়ার শান্তি চুক্তি বলা হয়। চুক্তিগুলোর স্বাক্ষর গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তাত্পর্যসম্পন্ন। এ থেকে প্রতিপন্ন হয়েছে যে, ১৩ বছর স্থায়ী কাম্পুচিয়া সমস্যা অবশেষে সার্বিক, ন্যায়সংগত এবং যুক্তিযুক্তভাবে রাজনৈতিক উপায়ে সমাধান হয়েছে।