চীনের উপ প্রধান মন্ত্রী হুয়ে লিয়েন ইউয়ে ২০ অক্টোবর পেইচিংএ বলেছেন, বার্ড ফ্লু ভাইরাস নিবারন আর নিয়ন্ত্রণের জন্যে বিভিন্ন অঞ্চল আর বিভাগের বহুমুখী ব্যবস্থা নেওয়া উচিত।
চীনের রাষ্ট্রীয় পরিষদের উদ্যোগে আয়োজিত বার্ড ফ্লু ভাইরাসের নিবারন আর নিয়ন্ত্রণ কর্ম সম্মেলনে হুয়ে লিয়েন ইউয়ে জোর দিয়ে বলেছেন, বিভিন্ন অঞ্চল আর বিভাগের উচিত প্রাণীর রোগ নিবারন আইন কড়াকড়িভাবে মেনে চলে জনসাধারণের স্বার্থ মনে রেখে আরও পূর্ণাঙ্গ জরুরী মোকাবেলার ব্যবস্থা গড়ো তোলা। যাতে পশুপালন উত্পাদন নিরাপত্তা আর জনসাধারণের স্বাস্থ্য নিরাপত্তা সুনিশ্চিত করা হয়। তিনি আরও বলেছেন, জনসাধারণের স্বাভাবিক উত্পাদনশীলতা আর জীবনযাপনের শৃংখলা রক্ষা করা জন্যে সংশ্লিষ্ট বিভাগের ব্যাপক, সুসংবদ্ধ এবং কার্যকরভাবে নিবারন কাজ চালানো উচিত।
|