v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-10-21 10:29:07    
কৃষকদের যোগ্য ডাক্তার

cri
    কৃষকদের ভাল ডাক্তার চেন সেন চ্যুন একটি সাধারণ গ্রামীণ হাসপাতালের প্রধান । কিন্তু তিনি রোগীদের জন্য যা যা করেছেন , তার প্রতি বহু বৃহত হাসপাতালের চিকিত্সকরা সর্বান্তকরণে শ্রদ্ধা নিবেদন করেছেন । ২৮ বছর ডাক্তারী জীবনে তিনি মোট ১১ হাজার বার অস্ত্রোপচার করে ছ' হাজার রোগীর প্রাণ বাঁচিয়েছেন । তার গ্রামীণ হাসপাতাল অত্যন্ত অনুন্নত ছিল । তার পরিচালনায় তা এখন এমন একটি হাসপাতালে পরিণত হয়েছে , যেখানে যোগ্য চিকিত্সক প্রচুর , চিকিত্সা বিভাগের রকমারি পূর্ণাংগ আর রোগীরা অল্প খরচে চিকিত্সা গ্রহণ করতে পারেন । স্থানীয় দশ -বারো লক্ষ কৃষক নিয়মিতভাবে এই হাসপাতালে চিকিত্সা গ্রহণ করতে আসেন ।

    চেন সেন চ্যুন উত্তর-পূর্ব চীনের হেইলুংচিয়াং প্রদেশের হোকাং শহরে জন্ম গ্রহণ করেন । ১৯৭৭ সালে চামুসি শহরের মেডিকল্ কলেজ থেকে স্নাতক হবার পর তিনি হারবিন শহরের তাওলি ডিস্ট্রিক্টের সিংফা রেডক্রস সোসাইটি হাসপাতালে ডাক্তারী করতে শুরু করেন । শহুরে হাসপাতালের মতো গ্রামীণ হাসপাতালে এত বেশি চিকিত্সা বিভাগ স্থাপন করা হয় নি । কিন্তু রোগের রকমারি একটুও কম নয় । সুতরাং গ্রামীণ চিকিত্সকদের নানা রকম রোগ চিকিত্সা করার সামর্থ্য নিয়ন্ত্রন করা দরকার । মেডিক্যাল কলেজে চেন সেন চ্যুন আভ্যন্তরীক চিকিত্সা বিদ্যা শিখেন । কিন্তু অন্য ধরনের রোগীদের চিকিত্সা করার জন্য তিনি প্রতিদিন রাতে কয়েক ডজন কিলোমিটার পর্যন্ত সাইকেলে গিয়ে চিকিত্সা কোর্স বা প্রবীণ ডাক্তারদের কাছ থেকে অস্ত্রোপচার চিকিত্সা , স্ত্রীরোগ চিকিত্সা আর অস্থি চিকিত্সা বিদ্যা শিখেন । তার চিকিত্সার নৈপুণ্য ও দক্ষতা আশেপাশের কৃষকদের আকৃষ্ট করে । তিনি দিনে বেশি পক্ষে ১৩জন রোগীর জন্য অস্ত্রোপচার করেন এবং মাসে তার অস্ত্রোপচারের শীর্ষ রেকর্ড নিরানব্বইতে দাঁড়ায় ।

    থাইপিং থানার থাইআন্ গ্রামের স্যু ইউন ছিং নামে একজন নারী সংবাদদাতাকে বলেছেন , ২০০২ সালের মার্চ মাসে তিনি পেটে দারুণ ব্যথা বোধ করেন । কয়েকটি বড় হাসপাতালের ডাক্তাররা মনে করেন , তার ওভেরিয়ান ক্যান্সার শেষের দিকে চলছে এবং এই রোগ অস্ত্রোপচারের মাধ্যমেও আরোগ্য করা যাবে না । প্রাণের আশা চাওয়ার জন্য তিনি বান্ধবদের সুপারিশে ডাক্তার চেন সেন চ্যুনের কাছে যান । দু'ঘটনা ধরে অস্ত্রোপচার চালাবার মাধ্যমে তার পেট থেকে ৪টি মৃদু টিউমার বের করা হয় । চল্লিশাধিক দিন পর তিনি বিস্ময়করভাবে সুস্থ হন ।

    দীর্ঘকাল ধরে অতিরিক্ত কাজ করার দরুণ চেন সেন চ্যুনের শরীর অকালে দুর্বল হয়ে যায় । ১৯৯৪ সালে তিনি হঠাত্ হৃদরোগে আক্রান্ত হয়ে অচেতন পড়েন । ঐ বছরের অক্টোবর মাসে তাকে ফুসফুসের ক্যান্সার রোগে আক্রান্ত হন বলে জানানো হয়। নিয়মবিধি অনুযায়ী , অস্ত্রোপচার পর হাসপাতালে দেড় মাস থাকা প্রয়োজন । কিন্তু তিনি শুধু অর্ধেক মাস পর নিজের হাসপাতালে ফিরে আসেন । তিনি এক দিকে রাসায়নিক চিকিত্সা গ্রহণ করেন , অন্য দিকে কাজ করেন ।

    তার স্ত্রী , সিং ফা হাসপাতালের আভ্যন্তরীক চিকিত্সা বিভাগের প্রধান ছুন হুয়া সংবাদদাতাকে বলেছেন , হাসপাতালের প্রধান হওয়ার পর চেন সেন চ্যুন একটানা ১৮ বছর ধরে জন্মস্থরে ফিরে যান নি । চীনাদের প্রতি বছরের ঐতিহ্যিক বসন্ত উত্সবের আগের দিনের রাতে তিনি শুধু ফোনে বাবা মার প্রতি নববর্ষের শুভেচ্ছা জানান । চেন সেন চ্যুন বাবা মাকে মোটেই সাহায্য করতে পারেন নি । কিন্তু হাসপাতালের আশেপাশের কৃষক রোগীরা তার উপর পুরোপুরি নির্ভর করেন । যখন রোগীদের লাগে , তখন তিনি তাদের কাছে যান ।

    যখন সংবাদদাতা তার সাক্ষাত্কার নিন , তখন তাকে ইন্জেক্শন করা হয় । তিনি আবেগের সংগে বলেন , আসলে আমিও বিশ্রাম করতে জানি , কিন্তু যখন কৃষকরা আমাকে দেখতে আসেন আর আমি তাদের প্রয়োজন লক্ষ্য করি , তখন আমি কোনো মতেই নিজের দায়িত্ব ছেড়ে দিতে পারি না ।

    স্ত্রীরোগ চিকিত্সা আর মাতৃ মংগল বিভাগের পরিষেবিকা চাং স্যু ছিং স্মরণ করে বলেছেন , আমাদের হাসপাতালের প্রধান চেন সেন চ্যুন আমাদের বলেন , কৃষকরা এখনো গরীব , চিকিত্সার ফি জমা দেয়ার জন্য তাদের আত্মীয় স্বজন আর বন্ধু-বান্ধবদের কাছ থেকে টাকা - পয়সা ধার করতে হয় । কেউ কেউ চিকিত্সার জন্য এমন কি নিজের বাসা বিক্রি করে । এই অবস্থায় আমাদের কৃষকদের কাছ থেকে ওষুধ আর চিকিত্সা ফি বেশি চাইতে হবে না । আমাদের হাসপাতাল কৃষকদের এক পয়সা বেশি চায় না ।

    চেন সেন চ্যুন সংবাদদাতাকে বলেছেন , অস্থি বিভাগে ভাঙ্গা হাড় চিকিত্সা করার জন্য যে সামগ্রী ব্যবহার করা হয় , তার সর্বোচ্চ দাম ৫ হাজার ইউয়ান আর সর্বনিম্ন দাম মাত্র ৩০ ইউয়ান । কোনটা ব্যবহার করতে হবে ? স্বার্থের আকর্ষণে ডাক্তাররা সাধারণতঃ রোগীদের দামী সামগ্রী ব্যবহারের উপদেশ দেন । কৃষকরা যে চিকিত্সার খরচ বহন করতে পারেন না , তা তার একটি মূল কারণ । কৃষকদের কাছ থেকে বেশি টাকা-পয়সা চাওয়ার অন্যায় ঠ্যাকানোর জন্য চেন সেন চ্যুন কড়াকড়িভাবে তদন্ত চালান । ফলে বিবিধ রোগ চিকিত্সা করার সর্বোচ্চ খরচ সংক্রান্ত একটা তালিকা প্রণয়ন করা হয়েছে । এই সব খরচ বড় হাসপাতালের চেয়ে অর্ধেকেরও কম ।

    ওষুধের বেশি দাম চিকিত্সার খরচ বেড়ে যাওয়ার একটি মূল কারণ । এই সমস্যা কাটিয়ে উঠার জন্য সিন ফা হাসপাতালে ওষুধপত্র ব্যবস্থাপনা কমিটি প্রতিষ্ঠিত হয় এবং চিকিত্সায় ব্যবহার্য প্রয়োজনীয় ওষুধপত্র বিষয়ক একটি তালিকা প্রণয়ন করা হয় । যেমন অল্প মুনাফার জন্য বড় হাসপাতালে পেনিসিলিন ব্যবহার করা হয় না , কিন্তু সিন ফা হাসপাতালে এই ওষুধ তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে । হাসপাতালকে তালিকা অনুযায়ী ওষুধপত্র কিনতে হয় এবং সব ওষুধপত্র কারখানা থেকে সরাসরি কিনতে হয় । এই সব ব্যবস্থা প্রবর্তনে সমগ্র শহরের সকল হাসপাতালের মধ্যে সিন ফা হাসপাতালের ওষুধের দাম সবচেয়ে কম ।

    হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী , চেন সেন চ্যুন গরীব রোগীদের জন্য মোট ১ লক্ষ ইউয়ান চিকিত্সা ফি মওকুফ করেন । তা ছাড়া তিনি নিয়মিতভাবে গরীব কৃষক রোগীদের জন্য বিনাপয়সায় চিকিত্সা করেন আর ওষুধ পাঠান ।

    হেইলুংচিয়াং প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের প্রধান চিন নিয়েন হোং সংবাদদাতাকে বলেছেন , চীনের গ্রামাঞ্চলে চিকিত্সার মান এখনো যে পশ্চাত্পদ আছে , তার দুটো মূল কারণ এই যে , প্রথমত, চিকিত্সকদের চিকিত্সার গুণগত মান অনুন্নত আর দ্বিতীয়ত, গ্রামীণ হাসপাতালের সরঞ্জাম পূর্ণাংগ নয় । চেন সেন চ্যুনের 'কৃষক হাসপাতাল' সুষ্ঠুভাবে এই দুটো কষ্টকর সমস্যা কাটিয়ে উঠেছে । তা গ্রামীণ চিকিত্সা প্রতিষ্ঠানের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছে ।