v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-10-21 09:02:38    
সোসিনরান ও তার বই

cri
    সো সিনরান কখনো ভাবতে পারেননি যে , তার প্রথম বই <<চীনের শ্রেষ্ঠ নারিরা >>বৃটেনে প্রকাশিত হওয়ার পর পাশ্চাতে এত বেশি লোকের সমাদর পেয়েছে । বিবিসির একজন ৪৯ বছর বয়স্ক সংবাদদাতা টেলেফোনে তাকে জানিয়েছেন যে, ছোটো বেলায় তিনি মাকে হারান , ৯ বছর বয়সে তিনি বাড়ি ত্যাগ করেন, চল্লিশ বছর ধরে বাবার সংগে যোগাযোগ করেননি, বাবার কোনো খোঁজখবর রাখেননি । তার বই পড়ার পর তিনি বাড়িতে ফিরে গিয়ে বাবাকে দেখতে যান ।বাবার সংগে মায়ের কথা নিয়ে গল্প বলেন। ৪৮ বছর বয়সের একজন মার্কিনীমহিলা তাকে ২১ পৃষ্ঠার এক চিঠি পাঠিয়েছেন। তিনি ধর্ষিতহওয়ার যে বেদনায় ভূগেছিলেন চিঠিতে তার এই গোপন কথা যা তার স্বামী ও ছেলেও জানেন না তাকে অবহিত করেছেন,যাতে চীনা নারীদের গুনাবলী দিকে পৃথিবীকে মুগ্ধ করার জন্যে কয়েক বছর আগে সো সিনরান যে শপথ নিয়েছিলেন তা অবশেষে বাস্তবে পরিনত হয়েছে ।

    ১৯৮৯ সালে সো সিনরান হোনান প্রাদেশিক গণ বেতারে রাতে হাল্কা বাতাসে কথাবাতা বলা নামে এক অনুষ্ঠান পরিচালনা করতেন ।এই অনুষ্ঠানে তিনি গত শতাব্দীর ৬০ আর ৭০ দশকে প্রজন্মের লোকদের সংগে সাধারন মানুষের সত্যিকারের গল্প বলে প্রকাশ্যে স্পরশানুভূতির বিষয় নিয়ে আলোচনা করেছেন ।অনুষ্ঠানটি এত সমাদৃত হবে কেউই ভাবতে পারেননি । প্রতিদিন তারা প্রায় শতাধিক চিঠি পান, এর মধ্যে বেশির ভাগ হল নারীদের চিঠি । একদিন একজোড়া বুড়ো দম্পতি বেতারে এসে গালি দিয়ে বলেছেন যে ,সো সিনরান নাকি তাদের মেয়ের আততায়ী। তারা বলেছেন,সোসিনরানের কাছে তাদের মেয়ে এক চিঠি লিখেছে । মেয়ে চিঠিতে লিখেছে, এক ছেলে হঠাত্তাকে চুমু খেয়েছে এবং প্রতিবেশীরা তা দেখেছেন , এরপর নানান গুজবে নিমজ্জিত হয় বলে সে আশা করে যে সো সিনরান দুসপ্তাহের মধ্যে চিঠির জবাব দেবেন, নইলে সে আতমহত্যা করবে । দুঃখের বিষয় যে সো সিনরান সময়মতো চিঠি পাননি । এ দুঘটনা থেকে তিনি উপলব্ধি করেছেন যে,সেই সময়কার জনমতে নারীদের অবস্থান খুব দুবল ছিল , তাই তিনি মনোযোগের সংগে নারী শ্রোতাদের চিঠি পড়তে ও বিবেচনা করতে শুরু করেন ।

    ১৯৯২ সালে এক নারী শ্রোতা চিঠিতে বলেছেন , আপনি কি মনে করেন যে আপনি অফিসে বা স্টুডিওতে বসে চীনা নারীদের অবস্থা ভাল করে বুঝবেন?কিন্তু আপনি জানেনযে, গ্রামাঞ্চল আর পাহাড়ি অঞ্চলের ৮০ শতাংশ নারী অশিক্ষিত, তাদের টেলিফোন নেই, আপনি কি বলতে পারবেন যে আপনি তাদেরকে ভাল করে জানেন ? চিঠিটা সিনরানকে গভীরভাবে স্পশ করেছে ।তিনি নানা পদ্ধতিতে বা নানা সুযোগে গ্রামে গিয়ে কখনো বাইরে যাননি এমন রুদ্ধদ্বার নারীদের বুঝার চেষ্টা করতে শুরু করেন ।তার পর সিনরান চিয়াংসু প্রাদেশিক গন বেতারে একই অনুষ্ঠানের দায়িত্ব পালন করেন । আট বছরে বেতারের কাজে তিনি দ্রুত পরিবতনশীল চীনা সমাজ এবং ্ঐতিহ্য আর আধুনিকতার মধ্যে দ্বন্দ্বরত লিংগ,স্পশনাভূতি,পরিবার,সমাজ প্রভৃতি নারীদের অসুবিধা ও সমস্যা উপলব্ধি করেছেন্ । তার মনে অনেক প্রশ্ন ওঠে । এসময়ে তিনি ভাবতে শুরু করেন যে , দেশের বাইরের দুনিয়া কি রকম ।১৯৯৭ সালে সিনরান পরিবার-পরিজনদের কাছ খেকে বিদায় নিয় একা বৃটেনে যান। বৃটেনে তিনি চীনা নারীদের সমস্যা গবেষনা এবং বিদেশে অবস্থারত চীনা নারীদের অব্যাহতভাবে পযবেক্ষন করতে থাকেন । লন্ডন বিশ্ববিদ্যালয়ে পাটটাইম অধ্যাপনার সময়ে অনেক দেশের ছাত্রছাত্রীরা তাকে একই প্রশ্ন করেছেন যে , কেন আমাদের সংগে চীনা নারীদের এত বেশী পাথক্য ?তিনি আবেগের সংগে ব্যাখা করেছেন যে, বহু চীনা নারী নিজের সন্তানদের ছেড়ে একা বিদেশে অধ্যবসায়ের সংগে পড়াশুনা করেন এবং কঠোর পরিশ্রম করেন , তারা ভালভাল খাবার খান না আর ভালভাল কাপড় পরেন না । তারা পরিবারস্বজনদের জন্যে উজ্জ্বল ভবিষ্যত সৃষ্টি করেন , পাশ্চাত্য দেশে রুচিহীনভাবে জীবনযাপনকরেন। কিস্তু লোকেরা উপলব্ধি করেননি যে , ভাল মা, ভালস্ত্রী,ভালকন্যা আর ভাল নারী হওয়ার জন্যেই চীনানারীরা অনুভূতিহীন,চাওয়াবিহীন আর রুচিহীনভাবে দিন কাটান। আমি এমন এক বই লিখব যে , যে বইতে তাদের মনের গভীরমমতা আর নিস্বাথ ভালবাসা বননা করা হবে । যাতে সারা বিশ্ব চীনানারীদের স্পশনাভূতিতে মুগ্ধ হয়ে কাঁদে । ১৯৯৮ সালে সিনরান তার "চীনের শ্রেষ্ঠ নারীরা "বইটি লিখতে শুরু করেন। তিনি বলেছেন যে,আমি কৃতজ্ঞতার ঋণ পরিশোধের চেতনায় বইটি লিখতে চাই। আমি গুরুত্বের সংগে চীনানারীদের সৌন্দয্য বইতে প্রকাশ করব ।বইতে "প্রেমের জন্যে সম্পদ পরিত্যাগ করার শক্তিসম্পন্না নারী ব্যবসায়ী","মাছির কাছ খেকে উষ্ণতা অন্বেষনকারী ছোটো মেয়ে",'৪৫ বছর ধরে বিশ্ববিদ্যালয়কালীন প্রেমিকের অপেক্ষারত নারী সামরিক ক্যাডার","নিজ-চোখে ভয়াবহ থাংশান ভূকম্পে নিজের সন্তানদের মৃত্যুবরন দেখা মায়েরা নিজের মৃত্ পরিবার-স্বজনদের পেনশন দিয়ে অন্যন্য অনাথদের লালনপালন করেন , "নতুন প্রজন্মের নারী বিশ্ববিদ্যালয়-ছাত্রীরা সহ পনেরোটি সত্যিকারের গল্প লিপিবদ্ধ আছে ।

    মাত্র ছ মাসের মধ্যে 'চীনের শ্রেষ্ঠ নারীরা ' বইটি ২৭টি বিদেশী ভাষায় অনুদিত হয়ে ৫০টি দেশে আর অঞ্চলে প্রকাশিত হয় এবং বৃটেন, অষ্ট্রেলিয়া,সুইডেন,ব্রাজিল প্রভৃতি ৮টি দেশে খুব জনপ্রিয় হয় । চীনা সংস্করনও শিগ্গিরই দেশের ভেতরে প্রকাশিত হবে । সো সিনরান বলেছেন, তিনি জানতে চান যে , দেশের পাঠকরা বইটি কিভাবে দেখেন ।