চীন: সাদ্দাম হোসেনেরনিয়তি ইরাকী জনগণের সিদ্ধান্তের উপর ছেড়ে দেয়া উচিত
cri
২০ অক্টোবর পেইচিংএ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খুং ছুয়েন বলেছেন, চীন মনে করে, সাবেক প্রেসিডেন্টসাদ্দাম হোসেন ও ইরাকের সাবেক সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিয়তি ইরাকী জনগণের সিদ্ধান্তের উপর নির্ভর ছেড়ে দেয়া উচিত। তিনি বলেছেন. চীন আশা করে, ইরাকের পরিস্থিতি তাড়াতাড়ি স্থিতিশীল হবে। ইরাকী জনগণ ধাপে ধাপে পূর্ণগঠনের প্রক্রিয়া অর্জন করবেন এবং শান্তিপূর্ণ জীবনযাপন করবেন।
|
|