|
চীন মনে করে, ইতিহাসের ব্যাপারেজাপান সরকারের বাস্তব পদক্ষেপ নেওয়া উচিত
cri
|
২০ অক্টোবর পেইচিংএ আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনেচীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খুং ছুয়েন বলেছেন, চীন পক্ষ মনে করে, ইতিহাসের ব্যাপারে জাপান সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে তা মেনে চলার জন্য জাপান সরকারের বাস্তব পদক্ষেপ নেয়া উচিত। চীন মনে করে, চীন আর এশীয় জনগণের ক্ষতি করে এমন কোনো কাজ না করাই কেবল দু' দেশের সম্পর্ক উন্নয়নের পূর্বশর্ত আর ভিত্তি।
|
|