চীনের মহাকাশ প্রযুক্তি গোষ্ঠীর অধীনস্থ চীনের মহাকাশ প্রযুক্তি গবেষনাগার সূত্রে প্রকাশ , ১৯ অক্টোবর চীনের মহাকাশ প্রযুক্তি গবেষণাগারে মানুষবাহী শেনচৌ ৬ নভোযানের প্রত্যাবর্তন ক্যাবিন খোলার একটি অনুষ্ঠান আয়োজিত হয়েছে , নভোযানের প্রত্যাবর্তন ক্যাবিনের সঙ্গে মকাকাশ ভ্রমনে যাওয়া আট ধরনের ৬৪টি জিনিস ক্যাবিন থেকে উদ্ধার করা হয়েছে ।
এই অনুষ্ঠানে উদ্ধার করা এই সব জিনিসের মধ্যে আছে মেরু পর্যবেক্ষণের সময় ব্যবহার করা জাতীয় পতাকা , আন্তর্জাতিকঅলিম্পিক গেম্সের পতাকা , সাংহাই বিশ্ব মেলার পতাকা , ' সেন পাও ' নামে একটি পত্রিকার শতবার্ষিকীর ক্রোড়পত্র , চীনের শিশু অগ্রনী দলের ছেলেমেয়েদের আঁকা ছবি আর নামকরা চিত্রশিল্পীদের আঁকা ছবি ও অভিলেখন ইত্যাদি ।
|