|
 |
(GMT+08:00)
2005-10-20 18:38:58
|
আগামী বছরের বসন্তকালে ডাবলিওটিওতে রাশিয়ার অন্তর্ভূক্তি সংক্রান্ত আলোচনা শেষ হবে
cri
১৯ অক্টোবর জেনিভায় রাশিয়ার অর্থনীতির উন্নয়ন আর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য আলোচনা ব্যুর্রোর মহা পরিচালক মাকসিম মেডভেইকোভ বলেছেন, ডাবলিওটিওতে রাশিয়ার অন্তভুর্ক্তি সংক্রান্ত আলোচনা আগামী বছরের বসন্তকালে শেষ হবে বলে আশা করা হচ্ছে।১৯ অক্টোবর জেনিভায় আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, বতর্মানে যুক্তরাষ্ট্র সহ আটটি দেশ রাশিয়ার সঙ্গে ডাবলিওটিওতে পণ্যদ্রব্য বাজারের অন্তভুর্ক্তি সংক্রান্ত দ্বিপাক্ষিক আলোচনা সম্পন্ন করেনি। যদি ডাবলিওটিওতে অন্তভুর্ক্তিসংক্রান্ত আলোচনা নিবির্ঘ্নে চালানো হয় তাহলে আগামী বছরের প্রথমার্থে ডাবলিউটিওতে রাশিয়ার অন্তর্ভুক্তি সম্পর্কিত রিপোট নিয়ে আলোচনা হবে।রাশিয়া হল সারা পৃথিবীর কয়েকটি দেশের মধ্যে একটি যে এখনও বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান অর্থনৈতিক গোষ্ঠীর সদস্যহয়নি।
|
|
|