v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-10-20 18:30:19    
চীনের বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রের নাম কি?

cri
 প্রশ্নকর্তাঃ বাংলাদেশের ঝিনাইদহ জেলার খারিখালির ডি এক্স রেডিও ফ্যান ক্লাবের সচিব শ্রী সুকদেব কুমার ঘোষ

 উঃ চীনের সর্বোচ্চ বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রের নাম চীনের বিজ্ঞান একাডেমি।

 চীনের বিজ্ঞান একাডেমি ১৯৪৯ সালের ১ নভেম্বর নয়া চীনের সঙ্গে প্রতিষ্ঠিত হয়। চীনের বিজ্ঞান একাডেমি হচ্ছে গোটা চীনের বিজ্ঞানীদের একাডেমি, চীনা জনগণের বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র, বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তিশক্তিরএকটি অংশ।

 পঞ্চাশাধিক বছরে চীনের বিজ্ঞান একাডেমি চীনের বিজ্ঞান ও প্রযুক্তি ব্রত, জাতীয় অর্থনীতি , সামাজিক উন্নয়ন এবং প্রতিরক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেছেখে , বহু প্রতিভাবান বৈজ্ঞানিক তৈরি করেছে।

 বর্তমানে চীনের বিজ্ঞান একাডেমির ২৫৬ জন সদস্য আছেন। চীনের ইন্জিনীয়ারিং একাডেমির ৫৩ জন সদস্য আছেন। এতে অধ্যয়নরত মাস্টার ডিগ্রি ছাত্রের সংখ্যা ২০ হাজারাধিক। অধ্যয়নরত পোস্টডক্টরেট আছেন হাজারাধিক জন।

 চীনে মোট কতটি যাদুঘর আছে?

 প্রশ্নকর্তাঃ বাংলাদেশের বগুড়া জেলার আদমদীঘির নিমাইদীঘি গ্রামের সারাক ইন্টারন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট এম আব্দুর রাজ্জাক এবং তাদের ক্লাবের সদস্যগণ মিসঃ শ্রাবনী , স্বর্ণা, মোঃ আনোয়ার, মোঃ পীয়ার আলী

 উঃ শত বছরের উন্নয়নের পর এখন চীনের যাদুঘরের সংখ্যা ২৩০০টির বেশি। যাদুঘরে ২ কোটির বেশি পুরাকীর্তি আছে। প্রতি বছরে যাদুঘরের দর্শকদের সংখ্যা ১৫ কোটির বেশি।

 জানা গেছে, গত বছরের মে মাস থেকে চীন "গণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান বালক বালিকা প্রমুখ সামাজিক গোষ্ঠীর জন্য বিনা খরচে উন্মুক্ত করার " নীতি চালু করায় কেবল জাতীয় পুরাকীর্তি যাদুঘরগুলো ইতিমধ্যে বিনা খরচে ২ কোটিরও বেশি বালক-বালিকা পরিদর্শন করেছে।

 চীনে কি ইলিশ মাছ পাওয়া যায়?

 প্রশ্নকর্তাঃ বাংলাদেশের ঝিনাইদহ জেলার খড়িখালীর সোনার বাংলা রেডিও ক্লাবের এ এইচ গোলাম রসুল

 উঃ ইলিশ মাছ চীনের নামকরা অর্থকরী মাছ। চীনের হুয়া সাগর, পূর্ব সাগর এবং দক্ষিণ সাগরে ইলিশ মাছ আছে। ইলিশ মাছ খুবই সুস্বাদু, পুষ্টিকর। ইলিশ মাছের চিকিত্সা মূল্যও আছে। কিন্তু বিংশ শতাব্দীর আশির দশক থেকে ইলিশ মাছের জাত এবং সংখ্যা বিলুপ্তপ্রায়, ফলে বাজারে খুব কম পাওয়া যায় এবং অতি দামী। এখন বলা যায়, চীনের বিভিন্ন অঞ্চলের বাজার এবং রেস্তোরাঁয় আর পাওয়া যায় না।