পাকিস্তান দুর্গত-অঞ্চলের জন্যে চীন সরকারের পাঠানো ৪৯ জন নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক ত্রাণ দল সাফল্যের সঙ্গে ত্রাণ কর্তব্য শেষ করে ২০ অক্টোবর বিকেলে ভাড়া করা বিমান যোগে পেইচিংয়ে ফিরে এসেছেন।
৮ অক্টোবর পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ৭.৬ মাত্রার ভূমিকম্প ঘটে। পাকিস্তান সরকারের অনুরোধে চীন সরকার শীঘ্রই চীনের আন্তর্জাতিক ত্রাণ দল পাঠিয়েছে। এই দল ত্রাণের জন্যে ১০ অক্টোবর ভূমিকম্পে গুরুতর দুর্গত অঞ্চল পালাকোটে পৌঁছে। তা হচ্ছে গুরুতর ভূকম্প-দুর্গত অঞ্চলে সবচেয়ে আগে পৌঁছানোর আন্তর্জাতিক দল।
পালাকোট ও কাছাকাছি অঞ্চলে চীনের আন্তর্জাতিক ত্রাণ দল সার্বিক ত্রাণ কাজ চালিয়েছে। এই দল সাফল্যজনকভাবে ধ্বংসস্তুপ থেকে ৩ জনকে উদ্ধার করেছে এবং ৫৯০ লোককে চিকিত্সা করেছে। চীনের আন্তর্জাতিক দল প্রথমবারের মতো আন্তর্জাতিক উদ্ধার অভিযানের সমন্বয়কারীর দায়িত্ব পালন করেছে এবং পালাকোট অঞ্চলে সাফল্যজনকভাবে আন্তর্জাতিক উদ্ধার তত্পরতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
চীনের আন্তর্জাতিক ত্রাণ দলের চমত্কার কাজ পাকিস্তান ও বিভিন্ন দেশের আন্তর্জাতিক ত্রাণ দলে গভীর ছাপ ফেলেছে এবং পাকিস্তানের সরকার ও দুর্গত-অঞ্চলের জনগণের পুরোপরি স্বীকৃতি পেয়েছে।
|