|
গত পাঁচ বছরে চীনের অর্থনীতির গড়পড়তা বৃদ্ধি শতকরা ৮.৮ ভাগ
cri
|
১৯ অক্টোবর চীনের রাষ্ট্রীয় পরিসংখ্যাণ ব্যুর্রোর সূত্রে জানা গেছে, ২০০৫ সালে চীনের জি ডি পি ১৫ বিলিয়ন রেন মিন পি ছাড়বে বলে অনুমান করা হচ্ছে। ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত সময়পর্বে চীনের অর্থনীতির গড়পড়তা বৃদ্ধি শতকরা ৮ দশমিক ৮ হবে বলে অনুমান করা হচ্ছে। রাষ্ট্রীয় পরিসংখ্যাণ ব্যুর্রো আরও ভবিষ্যদ্বাণী করেছে যে, এ সময়পর্বে চীনে মোট২৭ হাজার মার্কিন ডলার্রের বৈদেশিক পুঁজি ব্যবহৃত হয়েছে।
|
|