v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-10-20 09:49:32    
২০ অক্টোবর

cri
    **মঙ্গোলিয়া স্বাধীনতা ঘোষণা করে

    ১৯২৪ সালের ১৩ মে স্বাক্ষরিত " চীন রাশিয়া চুক্তি" প্রণয়ন করে যে, রাশিয়া সরকার বহিঃমঙ্গোলিয়া চীনের ভূভাগ স্বীকার করা হয় । ১৯৪৫ সালের ফেব্রুয়ারী মাসে রাশিয়া, যুক্তরাষ্ট্র, বৃটেন -তিনটি দেশের ইয়াল্টা শীর্ষ সম্মেলনে বহিঃমঙ্গোলিয়ার অবস্থা বজায় রাখতে সম্মত হয় । একই বছরের ১৪ আগস্ট চীনের কুওমিনতাং পার্টি সোভিয়েট ইউনিয়নের সঙ্গে "চীন সোভিয়েট ইউনিয়ন বন্ধুত্বপূর্ণ চুক্তি"স্বাক্ষর করে । চুক্তিতে বলা হয় :সোভিয়েট ইউনিয়ন বহিঃমঙ্গোলিয়ার রাজনৈতিক স্বাধীনতা ও ভুভাগের অখন্ডতাকে সম্মানকরে । চীনের কুওমিনতাং পার্টি একটি বিবৃতি প্রকাশ করে : জাপান যুদ্ধে ব্যর্থ হওয়ার  পর, বহিঃমঙ্গোলিয়ার জনগণ যদি স্বাধীনতা চায় ,তাহলে চীন সরকার বহিঃমঙ্গোলিয়ার স্বাধীনতা স্বীকার করে । ১৯৪৫ সালের ২০ অক্টোবর বহিঃমঙ্গোলিয়া স্বাধীনতা ঘোষণা করে ।

    **আরব লীগ প্রতিষ্ঠা

    ১৯৪৫ সালের ২০ অক্টোবর, দ্বিতীয় বিশ্ব যুদ্ধ শেষের পর মধ্যপ্রাচ্য অঞ্চলে বার বার অভ্যন্তরীন সংঘর্ষ ঘটে । পুণ্যভূমির জন্যে সংগ্রাম চালানোর সঙ্গে সঙ্গে আরব দেশগুলো একীকরণ করতে চায় । মিশর, সিরিয়া, ইরাক, লেবানন নিয়ে আরব লীগ গঠন করা হয় । আরব লীগের সদস্য দেশগুলো সতর্ক করে বলে যে, যদি ফিলিস্তীনে একটি ইহুদি দেশ প্রতিষ্ঠা করা হয় তাহলে একটি যুদ্ধ ঘটানো হবে ।

    **হুয়াং চিকুয়াং উত্তর কোরীয় যুদ্ধে নিহত হন

    ১৯৩০ সালে হুয়াং চিকুয়াং জন্মগ্রহণ করেন , সিছুয়ান প্রদেশের চোংচিয়াং শহরে তাঁর জন্মভুমি । ১৯৫১ সালে তিনি চীনা গণ স্বেচ্ছাকর্মী বাহিনীতে যোগদান করেন । একই বছরের ২০ অক্টোবর তিনি উত্তর-কোরিয়ার শাংকানলিং যুদ্ধে নিজস্ব শরীর দিয়ে শত্রুদের গুলি আড়াল করার চেষ্টা করেন এবং বীরের মতো নিহত হন ।

    **বেলগ্রেড মুক্তি

    ১৯৪৪ সালে সোভিয়েট ইউনিয়নের বাহিনীর সাহায্যে যুগোশ্লাভিয়ার বাহিনী বেলগ্রেড মুক্ত করে।

    ১৯৪১ সালের ৬ এপ্রিল জার্মানী যুগোশ্লাভিয়ার ওপর হামলা চালায় । ১৭ তারিখে যুগোশ্লাভিয়ার সর্বোচ্চ কমান্ডার জার্মানীর কাছে হার স্বীকার করে , যুগোশ্লাভিয়ার রাজা ও তাঁর সরকার বিদেশে চলে যান । তখন থেকে জার্মানী যুগোশ্লাভিয়ার ওপর সামরিক দখল কায়েম করে । এর সঙ্গে সঙ্গে ইতালি, হাঙ্গেরি বুলগেরিয়াও যুগোশ্লাভিয়ার অনেক ভূভাগ দখল করে । টিটোর নেতৃত্বাধীন যুগোশ্লাভিয়া কমিউনিস্ট পার্টি দৃঢ়ভাবে বিদেশী আগ্রাসনকারীদের বিরোধিতা করে । ১৫ এপ্রিল, যুগোশ্লাভিয়ার কমিউনিস্ট পার্টি সারাদেশের জনগণকে স্বাধীনতা অর্জন করার জন্যে বিরোধিতা করার আহ্বান জানায় । যুগোশ্লাভিয়া কমিউনিস্ট পার্টির নেতৃত্বে যুগোশ্লাভিয়া জাতীয় মুক্তি একীকরণ ফ্রন্ট প্রতিষ্ঠা করে প্রতিরোধ আন্দোলন চালায় ।

    ১৯৪৩ সালের ২৯ নভেম্বর টিটোর নেতৃত্বাধীন যুগোশ্লাভিয়া জাতীয় মুক্তি কমিটি প্রতিষ্ঠা করে অস্থায়ী সরকারের দায়িত্ব পালন করে । যুগোশ্লাভিয়ার জাতীয় বাহিনী ১৯৪৪ সালের গ্রীষ্মকালের যুদ্ধে জার্মান বাহিনীর ৭ বার আক্রমন প্রতিহত করে এবং সারাদেশের অধিকাংশ ভূভাগ মুক্ত করে। ২৮ সেপ্টেম্বর সোভিয়েট ইউনিয়ন আর যুগোশ্লাভিয়ার যৌথ বাহিনী রাজধানী বেলগ্রেড মুক্ত করার যুদ্ধ শুরু করে । ২০ অক্টোবর বেলগ্রেড মুক্ত করা হয় , যুদ্ধকালে মোট ১৫হাজার জার্মান সৈন্য নিহত হয়, ৯হাজার গ্রেফতার করা হয় । জার্মানীর বাহিনী বলকান উপদ্বীপের দক্ষিণাঞ্চল থেকে প্রত্যাহ্যার করতে হয় । ১৯৪৫ সালের ৭ মার্চ, যুগোশ্লাভিয়া গণতান্ত্রিক প্রজাতন্ত্রের অস্থায়ী সরকার বেলগ্রেডে প্রতিষ্ঠিত হয়ে । ১৫ মে যুগোশ্লাভিয়া সারাদেশ মুক্ত করে ।