চাঁর বছর পর পর এক বার করে আয়োজিত চীনের জাতীয় গেমস হচ্ছে চীনের সবচেয়ে বড় আকারের বহুমুখী ক্রীড়ার সমাবেশ। বর্তমানে চীনের পূর্বাঞ্চলের চিয়াংসু প্রদেশে যে গেসমের আয়োজন করা হচ্ছে তা হল চীনের দশম জাতীয় গেমস। আজকের এই আসরে আপনারা শুনতে পাবেন চীন আন্তর্জাতিক বেতারের নিজস্ব সংবাদদাতার লেখা একটি রেকডিংভিত্তিক প্রতিবেদন। প্রতিবেদনটির শিরোনাম: " দশম জাতীয় গেমস হচ্ছে পেইচিং অলিম্পিক গেমস ২০০৮-এর মহড়া"
১২ অক্টোবর চিয়াংসু প্রদেশের রাজধানী নানচিয়াংএ চীনের দশম জাতীয় গেমসের উদ্বোধনহয়েছে। এবারকার দশম জাতীয় গেমস যেমন চীনের ক্রীড়া মানের সাবির্ক প্রদর্শনী, তেমনি পেইচিং অলিম্পিক গেমস ২০০০-এর জন্যে একটি ইতিবাচক প্রস্তুতি। এ প্রসংগে চীনের ক্রীড়া অধি দফতরের উপ মহা পরিচালক শিও থিয়েন ব্যাখ্যা করে বলেছেন, এবার জাতীয় গেমসে যে সব ইভেন্ট স্থাপন করা হয়েছে সে সব ইভেন্ট পেইচিং অলিম্পিক গেমস ২০০০-এর দাবি অনুসারে নির্ধারন করা হয়েছে। তিনি বলেছেন,
প্রত্যেক মেয়াদের জাতীয় গেমস হল চীনের সবচেয়ে বড় আকারের ক্রীড়া সমাবেশ। তাহলে এবারকার জাতীয় গেমস নি:সন্দেহে ২০০০ সালের অলিম্পক গেমসের জন্যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মহড়া। এবারকার জাতীয় গেমসে যে সব ইভেন্ট চালু করা হয়েছে এবং যে সব প্রতিযোগিতা বন্দোবস্ত করা হয়েছে সবই ২০০০ সালের অলিম্পিক গেমসের দাবি অনুযায়ী নিধার্রন করা হয়েছে।
জানা গেছে, আগেকারকার যে সব জাতীয় গেমসের তুলনায় এবারকার জাতীয় গেমসের আকার সবচেয়ে বড়। মোট ৩২টি ইভেন্ট এবারকার জাতীয় গেমসে অন্তভূর্ক্ত।
চীনের অভ্যন্তের অধিকাংশ সেরা ক্রীড়াবিদএবারকার জাতীয় গেমসে অংশ নিয়েছেন। তাদের মধ্যে অনেকেই এথেন্স অলিম্পিক গেমসের চ্যাম্পীয়ন।তা ছাড়া, অনেক নবীণ ক্রীড়াবিদও এবারকার জাতীয় গেমসে যোগ দিয়েছেন।
চীনের এবারকার দশম জাতীয় গেমসের সাংগঠনিক কমিটির উপ মহা সচিব উ চিন ছি বলেছেন,
প্রতিযোগিতার সুন্দরভাবে বন্দোবস্ত ছাড়া, আমরা প্রস্তুতি ক্ষেত্রেও খুব সুন্দর প্রস্তুতিমূলক কাজ চালিয়েছি। এ সব প্রস্তুতি সবই পেইচিং অলিম্পিক গেমসের জন্য। সম্পদের উন্নয়ন আর সহযোগিতার অংশীদার শুরু করে টেলিযোগাযোগ প্রভৃতি ক্ষেত্র পর্যন্ত আমরা অলিম্পিক গেমস অনুসারে প্রশিক্ষণ নিয়েছি। পেইচিং অলিম্পিক গেমসে যে পদক্ষেপ কার্যকরী করতে চাই তা নিয়ে এবারকার জাতীয় গেমসে মহড়া করা হয়েছে।
তা ছাড়া, এবারকার জাতীয় গেমসে টেলিযোগযোগক্ষেত্রের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সুতরাং সংবাদদাতাদের জন্যে বেশী সুবিধা যুগিয়ে দেওয়া হয়েছে।
|