|
|
 |
| (GMT+08:00)
2005-10-19 21:13:04
|
|
হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারের; প্রকাশিতবিজ্ঞপ্তি
cri
|
১৯ অক্টোবর হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার ২০০৭ সালের প্রশাসক আর ২০০৮ সালের আইন প্রণয়ন কমিটি সৃষ্টির পদ্ধতির পঞ্চম রিপোট প্রকাশ করেছে। হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারের প্রশাসনিক ব্যুর্রোর মহা পরিচালক শি সি রেন আইন প্রণয়ন কমিটির কাছে বিশেষ প্রশাসনিক অঞ্চলের উত্থাপিত বিশদ কর্মসূচী ব্যাখ্যা করেছেন। হংকংএর মৌলিক আইনে নিধার্রিত বিধি অনুসারে প্রশাসক আর আইন প্রণয়ন কমিটি সৃষ্টির পদ্ধতি সম্পর্কিক বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারের উত্থাপিত সংশোধনী কর্মসূচী আইন প্রণয়ন কমিটির দুই তৃতীয়াংশ সদস্যের অনুমোদন পাওয়ার পর চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটিতে দাখিল করা হবে।
|
|
|