১৮ অক্টোবর জাতি সংঘের ৬০তম সাধারণ পরিষদের প্রশাসন আর বাজেট বিষয়ক পরামর্শ কমিটিতে জাতি সংঘের ফি পরিশোধের গড়পড়তা ভাগাভগি নিয়ে সাধারণ তর্কবিতর্ক শেষ হয়েছে। চীন , ব্রিটেন আর রাশিয়া সহ অনেক দেশের আহ্বান অনুযায়ী, পরিশোধের ক্ষমতা অনুসারে ২০০৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত বিভিন্ন দেশের জাতি সংঘের গড়পড়তা ফির ভাগাভাগি বিবেচনা করা হবে।
চীনের প্রতিনিধি ওয়াং শিং শিয়া তাঁর ভাষণে বলেছেন, পরিশোধ ক্ষমতার মৌলিক নীতি হল জাতি সংঘের ফির ভাগাভাগির গড়পড়তা হিসাবের মৌলিক নীতি। এই মৌলিক নীতিতে জাতি সংঘের গড়পড়তা বিবেচনা করা উচিত। রাশিয়া আর ব্রিটেনের প্রতিনিধিরা বলেছেন, বর্তমানে জাতি সংঘের প্রচালিত গড়পড়তা ফির প্রণয়নের পদ্ধতিতে বড় ধরনের সংশোধনের দরকার নেই।
|