|
 |
(GMT+08:00)
2005-10-19 20:56:50
|
ইয়াসুকুনি সমাধিতে জুনিচিরোর শ্রদ্ধাতর্পনের বিরুদ্ধে জাপানের সমাজ গণতান্ত্রিক পাটির নিন্দা
cri
গত ১৭ অক্টোবর জাপানের প্রধান মন্ত্রী জুনিচিরো আরেক বার ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধাতর্পন করার বিরুদ্ধে ১৯ অক্টোবর একটি সাংবাদিক সম্মেলনে জাপানের সমাজ গণতান্ত্রিক পাটির প্রধান মাডাম মিজুহো ফুকুসিমা নিন্দা করেছেন। তিনি বলেছেন, ইয়াসুকুনি সমাধিতে জুনিচিরো শ্রদ্ধাতর্পন জাপান আর এশিয়ার বিভিন্ন দেশের জনগণের মধ্যে সম্পর্কক্ষতিগ্রস্ত করেছে।এর বিরুদ্ধে চীনের প্রতিবাদ এবং চীন-জাপান পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক বাতিল করার যে সিদ্ধান্ত নেয়ার হয়েছে তা বোধগম্য। একই দিন জাপানের " দেশ গঠনের স্মরণ দিনের বিকোধিতা করুক, চিন্তধারা আর ধর্মের স্বাধীনতা রক্ষা করুক " যোগাযোগ সমিতিও বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে ইয়াসুকুনি সমাধিতে জুনিচিরোর শ্রদ্ধাতর্পনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
|
|
|