১৯ অক্টোবর পেইচিংএ চীনের প্রেসিডেন্ট হু চিন থাও সফররত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী রামসফেল্ডের সঙ্গে সাক্ষাত করেছেন। দু'পক্ষ আশা প্রকাশ করেছে , দু্ই সৈন্যবাহিনী আর দু' দেশের সম্পর্কের অব্যাহত আর নতুন অগ্রগতির জন্যে দু' দেশের প্রতিরক্ষা মহলের আদান-প্রদান আর সহযোগিতা আরও জোরদার করতে হবে।প্রেসিডেন্ট হু চিন থাও বলেছেন, সম্প্রতি দু'দেশের সম্পর্কের সার্বিক বিকাশ ভাল। চীন সরকার চীন-মার্কিন সম্পর্কের উপর অত্যন্ত গুরুত্ব আরোপ করে এসেছে। চীন-মার্কিন তিনটি যুক্ত ইস্তাহারের ভিত্তিতে চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে দু'পক্ষের মধ্যে নির্ধারিত চীন-মার্কিন সর্ম্পক উন্নয়নের মহা লক্ষ্যে অবিচল থাকবে।
প্রতিরক্ষা মন্ত্রী রামসফেল্ড চীনের শেনচৌ-৬ নভোযানের সফল উদক্ষেপন আর প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, দু'দেশের মধ্যে আদান-প্রদান সম্প্রাসরণ করা , গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়াদিতে পারস্পরিক উপরকরিতা সহযোগিতা জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি বলেছেন, মার্কিন সরকার এক চীন নীতিতে অবিচল থাকবে এবং তিনটি যুক্ত ইস্তাহারে নিধার্রিত মতাধিষ্ঠান অনুসরণ করবে।
|