দ্বিতীয় চীন-আসিয়ান বাণিজ্য আর পুঁজি বিনিয়োগ শীর্ষ সম্মেলন ১৯ অক্টোবর চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী নাননিংয়ে উদ্বোধন হয়েছে।
চীন , ১০টি আসিয়ান দেশ এবং অন্যান্য দেশ সহ মোট ৯ শতাধিক প্রতিনিধি এই শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন।
আসিয়ান সচিবালয়ের মহা সচিব ওয়াং চিন রং উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, আসিয়ান আর চীনের মধ্যে বাণিজ্য আর পুঁজিবিনিয়োগ উন্নয়নের ভবিষ্যত উজ্জ্বল। তিনি বলেছেন, ১০টি আসিয়ান সদস্য দেশ আর চীনের মধ্যে যে রাজনৈতিক মতৈক্য অর্জিত হয়েছে এবং ব্যক্তিগত শিল্প-প্রতিষ্ঠানগুলোকে বাজার অর্থনীতিজনিত সুযোগসুবিধা উপভোগ করতে অনুমোদনের যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ উপাদান।
উল্লেখ্য, ২০০৩ সালের অক্টোবর সপ্তম চীন- আসিয়ান শীর্ষ সম্মেলনে চীনের প্রধান মন্ত্রী উয়েন চিয়া পাওয়ের প্রস্তাবে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।এটা হল চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চলের প্রতিষ্ঠা এগিয়ে নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ কার্যকলাপ।
|