|
 |
(GMT+08:00)
2005-10-19 20:42:32
|
ভারতে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩৫ জন নিহত
cri
১৮ অক্টোবর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের আসাম রাজ্যে একটি গুরুতর সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩৫ জনের মৃত্যু হয়েছে। ১৮ অক্টোবর ভারতের এশীয় বার্তাসংস্থার একটি খবরে বলা হয়েছে, ৫০জন যাত্রী বহন-করা একটি গাড়ী আসাম রাজ্যের প্রধান শহর গৌহাটির পূর্ব দিকে ৮০ কিলোমিটার দূরের একটি গ্রাম থেকে সড়কে চলার কিছু ক্ষণ পর একটি বড় পুকুরে পড়ে যায়। স্থানীয় পুলিশ আর প্রত্যক্ষদর্শীরা বলেছেন, মাত্র ১০ থেকে ১৫জন যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে পেয়েছেন। বর্তমানে স্থানীয় পুলিশ এই পুকুর থেকে ১৫টি লাশ উদ্ধার করেছে।নিহতদের মধ্যে বেশীর ভাগ ব্যবসায়ী আর ছাত্র।
|
|
|