জাপানের সোশাল ডেমোক্রেটিক পার্টির প্রধান মিজুহো ফুকুশিমা ১৯ অক্টোবর একটি সাংবাদিক সম্মেলনে ইয়াসুকুনি সমাধিতে প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির আবার শ্রদ্ধাতর্পণের সমালোচনা করেছেন ।
তিনি বলেছেন , কোইজুমির এই শ্রদ্ধাতর্পণ এশিয়ার দেশগুলের জনগণের সঙ্গে জাপানের বর্তমান ও ভবিষ্যত সম্পর্ক ক্ষতিগ্রস্তকরেছে । এই ঘটনার দরুণ চীন যে জাপান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বাতিল করার কথা ঘোষনা করেছে , তা' বোধগম্য । তিনি জোর দিয়ে বলেছেন , চীন যে প্রধানমন্ত্রী কোইজুমির বার বার ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধাতর্পনের বিরোধিতা করছে এবং ৬০ বছর আগের আগ্রাসী যুদ্ধ সম্পর্কে জাপানের মতাধিষ্ঠানের ভুল ধারণার চিন্তা করছে , তা' স্বাভাবিক ব্যাপার । পক্ষান্তরে এশীয় জনগণের ভাবানুভূতি ক্ষুন্নকারী প্রধানমন্ত্রী কোইজুমির আচরণ বোধগম্য নয়।
|