১৮ অক্টোবর উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের একজন মুখপাত্র অভিযোগ করে বলেছেন , উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অপপ্রচার কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত চতুর্থ ছয়পক্ষীয় বৈঠকে গৃহীত অভিন্ন দলিল লংঘন করেছে , এর মোকাবেলার জন্য উত্তর কোরিয়া আত্মরক্ষার ব্যবস্থা নেবে ।
উত্তর কোরিয়ার কেন্দ্রীয় বার্তা সংস্থার একটি খবরে বলা হয়েছে , উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান মাদক চোরাচালান ও নকল মুদ্রা ছাপার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছে । উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেছেন , উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অপপ্রচার চালানোর উদ্দেশ্য হলো আন্তর্জাতিক শক্তি কাজে লাগিয়ে উত্তর কোরিয়ার বর্তমান প্রশাসন উচ্ছেদের চেষ্টা করা । তাই উত্তর কোরিয়া এখন সন্দেহ করছে চতুর্থ ছয়পক্ষীয় বৈঠকে গৃহীত অভিন্ন দলিলের ধারাগুলো কার্যকরী করার সদ্দিচ্ছা যুক্তরাষ্ট্রেরআছে কিনা । তিনি আরো বলেছেন , উত্তর কোরিয়া একাধিকবার ঘোষণা করেছে যে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত উত্তর কোরিয়া চ্যালেঞ্জ মনে করে । যুক্তরাষ্ট্র যদি একগুঁয়েভাবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কাজ করে , তাহলে উত্তর কোরিয়া আত্মরক্ষার ব্যবস্থা নেবে ।
|