প্রশ্নকর্তাঃ বাংলাদেশের বগুড়া জেলার ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি মোঃ আনওয়ার ইকবাল (মুক্তা)
উঃ চীন আন্তর্জাতিক বেতার হচ্ছে চীনের এক মাত্র বিশ্বব্যাপী সম্প্রচারমান জাতীয় পর্যায়ের বেতার। ১৯৪১ সালের ৩ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছে। এখন ৩৮টি বিদেশী ভাষা , চীনের ম্যান্ডারিন ভাষা এবং অন্য চারটি চীনের আঞ্চলিক ভাষা দিয়ে রোজ ২৯০ ঘন্টা অনুষ্ঠান প্রচারিত হয়। ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর সি আর আই অনলাইন আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। সি আর আইয়ের প্রচারিত বিদেশী ভাষার মধ্যে রয়েছে, ইংরেজী, জাপানী, কোরিয়ান, মঙ্গোলিয়ান, নেপালী, হিন্দী, উর্দু, তামিল, বাংলা, ভিয়েতনামিজ, লাওসিয়ান, কাম্পুচিয়ান, ইন্দোনেশিয়ান, ফিলিপাইনী, বার্মিস, মালয়, থাই, তুর্কি, পুশতো , আরবী, ফারসী, হাওসা, শোওয়াহিলি,রুশ, চেক, সার্বিয়ান, রোমানিয়ান, আলবেনিয়ান, বুলগেরিয়ান, হাঙ্গেরিয়ান, পোলিশ, জার্মান, ফরাসী, এসপেরানটো , ইতালিয়ান, স্প্যানিশ এবং পোর্তুগীজ। আপনারা সি আর আইয়ের যে কোনো বিভাগকে চিঠি লিখতে পারেন। তাঁদের জবাবী চিঠি বাংলাদেশে যাবে , এতে কোনো সন্দেহ নেই।
চীনা নাগরিকরা কোন ফল বেশি পছন্দ করেন?
প্রশ্নকর্তাঃ বাংলাদেশের নওগাঁ জেলার জ্ঞানের উত্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মিসঃ শাহানাজ পারভিন
উঃ চীন এক বিশাল দেশ বলে এখানে নানা রকমের ফল পাওয়া যায়। বাঙ্গালীদের পছন্দের ফলগুলো যেমন, আম, লিচু, পেঁপে, তরমুজ , কলা, কমলা , নারিকেল ইত্যাদি চীনেও পাওয়া যায় এবং উত্পাদিত হয়। আমরাও এই ফলগুলো খেতে পছন্দ করি। তা ছাড়া, এখানে আরো কিছু ফল আছে, সেগুলো বাংলাদেশে সহজে পাওয়া যায় না, বা খুব দামি হয়, যেমন আপেল, আঙ্গুর, পীচ, নাশপাতি, স্ট্রবেরি, বৈঁচি জাতীয় ফল ইত্যাদি। আরো অনেক ফল আছে সেগুলো আমি নানা অভিধান খুঁজে দেখেও তার বাংলা নাম পাই নি। মোট কথা, চীনে প্রচুর ফল পাওয়া যায়। আমরা নানা রকমের ফল খেতে পছন্দ করি।
|