সৌরশক্তির ব্যবহারে অনেক কার্যকর প্রযুক্তি ও অভিজ্ঞতা জানে বলে চীন এশিয়া ও আফ্রিকার উন্নয়নশীল দেশের সৌরশক্তি বিষয়ক প্রকৌশলীদের প্রশিক্ষণের দায়িত্ব পালন করেছে , এবং উন্নয়শীল দেশের সৌরশক্তি ব্যবহার প্রযুক্তি প্রশিক্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে ।
কানসু প্রদেশের বিজ্ঞান একাডেমীর প্রাকৃতিক শক্তি গবেষণা বিভাগের প্রধান সি ওয়েন হুয়া জানিয়েছে , ১৯৯১ সাল থেকে এই বিভাগ আন্তর্জাতিক সৌরশক্তি প্রশিক্ষণ দিতে শুরু করে । এখন পর্যন্ত পরপর ১৭ বার আন্তর্জাতিক সৌরশক্তি ব্যবহার প্রযুক্তির প্রশিক্ষণ ক্লাস ও অনেকবার আন্তর্জাতিক একাডেমিক আদান-প্রদান সম্মেলনের আয়োজন করেছে । ৭০টিরও বেশী দেশের ৫শোরও বেশী প্রকৌশলী এই বিভাগে সংশ্লিষ্ট প্রশিক্ষণ গ্রহণ করেছেন । তা ছাড়া , চীন এই ক্ষেত্রের বিশেষজ্ঞদের কিছু উন্নয়নশীলদেশে পাঠিয়ে তাদের সৌরশক্তি প্রযুক্তি ক্ষেত্রে সাহায্য করেছে ।
|